রাকিবুল ইসলাম, বহরমপুর: বিধানসভা নির্বাচনের দিন নির্ঘণ্ট ঘোষণা না হলেও, নির্বাচনী প্রস্তুতি রীতিমতোতুঙ্গে। আর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে যেকোনও প্রকার অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তৎপর নির্বাচন কমিশন ও প্রশাসন। মুর্শিদাবাদে পৌঁছল সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী।
আর শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় শুরু হল সেনাবহিনীর টহলদারি।
বৃহস্পতিবার বেলডাঙ্গার বিভিন্ন স্পর্শকাতর এলাকায় চলে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ। সঙ্গে উপস্থিত ছিলেন ডি,এসপি, ডি,এন,টি সেখ সেখ শামসুদ্দিন, বেলডাঙ্গা থানার আই সি ফিরোজ আলী সহ স্থানীয় পুলিশ প্রশাসন।
জানা গিয়েছে মোট ৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছিয়েছে মুর্শিদাবাদে। নির্বাচনকে কেন্দ্র করে জেলায় বিভিন্ন স্পর্শকাতর এলাকাগুলিতে চলল সশস্ত্র কেন্দ্রীয় বাহিনীর টহলদারি।
এদিন খড়গ্রাম, বহরমপুরের স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় বাহিনীর চলল টহলদারি। সাধারণ মানুষের সঙ্গে কথা বলে ভয়ের বাতাবরণ কাটানোর চেষ্টা করছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct