অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট কলেজের গণনা কেন্দ্র থেকে সিসিটিভি চুরির অভিযোগের বিষয়ে সরব বিরোধীরা। গণনায় কারচুপি করা হয়েছে বলেই দাবি বিরোধীদের। যদিও পঞ্চায়েত নির্বাচনে মানুষের রায়ে হেরে গিয়েই বিরোধীরা তৃণমূল কংগ্রেসকে কালিমা লিপ্ত করতেই এমন অভিযোগ করছেন বলেই দাবি শাসকদলের। জানা গিয়েছে, বালুরঘাট কলেজের গণনা কেন্দ্র থেকে চুরি গিয়েছে সিসিটিভি ও তার সঙ্গে মেমরি কার্ড। গত ১২ জুলাই বালুরঘাট ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক তথা রিটার্নিং অফিসার বালুরঘাট থানায় সিসিটিভি চুরির লিখিত অভিযোগ দায়ের করেন। বিষয়টি নিয়ে রবিবার টুইট করেন ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ ডঃ সুকান্ত মজুমদার। আর এরপরেই এ বিষয়টি নিয়ে জেলা জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর। কারচুপি করে হারানো হয়েছে বলেই অভিযোগ বিরোধীদের। অন্যদিকে, নির্বাচনে হেরে গিয়ে বিরোধীরা এমন ভিত্তিহীন অভিযোগ করছেন বলেই দাবি শাসকদলের।এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের বালুরঘাট ব্লক সভাপতি স্বপন বর্মন জানান, বিজেপি চক্রান্ত করে এ সমস্ত কিছু করছে তৃণমূল কংগ্রেসকে কালিমা লিপ্ত করবার জন্য। সুকান্ত মজুমদারের এই অভিযোগ ভিত্তিহীন। পুরো কলেজ বিএসএফের নজরদারিতে ছিল।অন্যদিকে, এ বিষয়ে ভারতীয় জনতা পার্টির দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি স্বরূপ চৌধুরী জানান, বিডিও বাঁচার জন্য এই অভিযোগ করছেন। উনার নেতৃত্বে গণনা কেন্দ্রে কারচুপি হয়েছে। আমরা এর শেষ দেখেই ছাড়বো। প্রয়োজনে আগামী দিনে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট আমরা যাব বিষয়টিকে নিয়ে।অপরদিকে, এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের দক্ষিণ দিনাজপুর জেলা সহ-সভাপতি সুভাষ চাকি জানান, বালুরঘাট কলেজের গণনা কেন্দ্রে গণনার দিন কোনো রকম বিশৃঙ্খলা বা বেনিয়ম হয়নি। পাশাপাশি সুকান্ত মজুমদারের টুইট প্রসঙ্গে সুভাষ চাকি জানান, উনি অনেক অভিযোগই করে থাকেন। কিন্তু কোনটার সত্যতা তিনি আজ পর্যন্ত প্রমাণ করতে পারেননি। অন্যদিকে, এ বিষয়ে বালুরঘাট ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের বক্তব্য জানার জন্য, তাঁর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct