সম্প্রীতি মোল্লা , কলকাতা, আপনজন: শুক্রবার দুপুরে কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের এজলাসে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় সংক্রান্ত মামলা উঠে।এক মামলাকারীকে শাস্তি দেওয়া হয়েছে কোনও রকম প্রমাণপত্র ছাড়াই। এই প্রেক্ষিতেই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে ২৫ হাজার টাকা আর্থিক জরিমানা করল আদালত । আর্থিক জরিমানার পাশাপাশি আগামী ৭ দিনের মধ্যে ওই মামলাকারীকে পুনরায় নিয়োগ করতে হবে বলে নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্র। আবেদনকারীকে চাকরি ফিরিয়ে দেওয়ার পাশাপাশি বকেয়া বেতনও দিতে নির্দেশ।জানা গেছে, গত ২০১৩ সালে বিশ্বভারতীর ভাষা ভবনের লাইব্রেরি ডকুমেন্ট অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজে যোগ দিয়েছিলেন শ্রাবন্তী। ২০১৮-এর মার্চে বিশ্বভারতী তাঁকে জানায়, -' এই খাতে টাকা শেষ। তাই তাঁকে আর বেতন দেওয়া সম্ভব নয়'। তাঁকে কাজ বন্ধ করারও নির্দেশ দেওয়া হয়। তবে তাঁকে আবার কাজে পুনর্বহাল করেন বিশ্বভারতী কর্তৃপক্ষ। এর পর ২০২০-তে ভাষা ভবনে কিছু আর্থিক নয়ছয়ের অভিযোগে কারণ দর্শানোর নোটিস পাঠান কর্তৃপক্ষ। কিন্তু শ্রাবন্তী তার জবাব না দেওয়ায় ফের তাঁকে কাজ থেকে বরখাস্ত করা হয় বলে অভিযোগ। এর পরই হাইকোর্টের দ্বারস্থ হন শ্রাবন্তী। আবেদন করেন, তিনি যে পদে কাজ করতেন, সেখানে থেকে তাঁর পক্ষে কোনও আর্থিক নয়ছয় করা সম্ভব নয়। কারণ আর্থিক বিষয় তাঁর এক্তিয়ারের বাইরের বিষয়।সেই মামলার শুনানিতে শুক্রবার বিচারপতি কৌশিক চন্দ জানান, -' শ্রাবন্তীকে চাকরিতে পুনর্বহাল করতে হবে। দিতে হবে বকেয়া বেতন'। এর পাশাপাশি অন্যায় ভাবে শ্রাবন্তীকে চাকরি থেকে বরখাস্ত করায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে ২৫ হাজার টাকা জরিমানাও করেছে আদালত। চাকরি পেয়ে খুশি শ্রাবন্তী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct