আপনজন ডেস্ক: সামরিক তহবিল আত্মসাৎ ও অপব্যবহারের দায়ে কুয়েতের সাবেক প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ খালিদ আল-জাররাহ আল-সাবাহকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার (২৬ নভেম্বর) দেশটির সর্বোচ্চ আদালত এই সাজা ঘোষণা করে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আল-আরাবিয়া। প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ খালিদ আল-জাররাহ আল-সাবাহ ছাড়াও দেশটির সাবেক প্রধানমন্ত্রী শেখ জাবের আল-মুবারক আল-সাবাহও একই ধরনের অভিযোগের মুখোমুখি হয়েছেন। রোববার আদালত তাকে তার অব্যবস্থাপিত তহবিল ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন। তবে তারা উভয়ই নিজেদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। ২০১১ সাল থেকে প্রধানমন্ত্রীর পদে থাকা শেখ জাবের ২০১৯ সালে পদত্যাগ করেছিলেন। মূলত কুয়েতের আইনপ্রণেতারা সেই বছর শেখ খালিদের বিরুদ্ধে অনাস্থা ভোট উত্থাপন করতে চাওয়ার পর তিনি পদত্যাগ করেন। শেখ খালিদ সেই সময়ে কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রীর পদে ছিলেন। তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী শেখ নাসের সাবাহ আল-আহমেদ সরকারের পদত্যাগের দুই দিন পরে একটি বিবৃতি দিয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন, তার দায়িত্ব গ্রহণের আগে সামরিক তহবিলের প্রায় ২৪০ মিলিয়ন দিনার (৭৭৮.৬১ মিলিয়ন মার্কিন ডলার) অব্যবস্থাপনা এড়াতে মন্ত্রিসভা পদত্যাগ করেছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct