আপনজন ডেস্ক: ফ্রান্সে করোনার পঞ্চম ঢেউয়ে উদ্বেগজনক হারে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। নতুন করে দৈনিক সংক্রমণ আগের সপ্তাহের তুলনায় দ্বিগুণের কাছাকাছি রয়েছে। এক সপ্তাহ আগে ফ্রান্সে করোনা সংক্রমণের দৈনিক গড় ছিলো ৯ হাজার ৪৫৮টি। গত সাত দিনে সেই সংখ্যা গড়ে ১৭ হাজার ছাড়িয়েছে। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে যে, এক সপ্তাহের ব্যবধানে সংক্রমণ বৃদ্ধির এই হার প্রায় ৮১ শতাংশ। ফরাসি সরকারের মুখপাত্র গ্যাব্রিয়েল আত্তাল জানান, ফ্রান্সে করোনার পঞ্চম ঢেউ বিদ্যুতের গতিতে শুরু হয়েছে। সর্বশেষ সাত দিনে সংক্রমণ বৃদ্ধির হার গত তিন সপ্তাহের তুলনায় তিনগুণেরও বেশি। সংক্রমণ বৃদ্ধির এই হার ত্বরিত গতিতে ঘটছে।
তবে সংক্রমণ ব্যাপক বৃদ্ধি পেলেও গতবছরের মতো দেশটির হাসপাতালে রোগীদের তেমন ঢল দেখা যায়নি। ভাইরাসটির সবচেয়ে বিপজ্জনক ধরনের বিরুদ্ধে অত্যন্ত কার্যকর টিকা প্রয়োগ করায় রোগীদের হাসপাতালে যেতে হচ্ছে না বলে মনে করা হচ্ছে।
সপ্তাহের শুরুতে দেশটির বিভিন্ন হাসপাতালে ৭ হাজার ৯৭৪ জন রোগী চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে। তাদের মধ্যে ১ হাজার ৩৩৩ জন রয়েছেন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)।
এক মাস আগে রোগীর এই সংখ্যা ছিল যথাক্রমে সাড়ে ৬ হাজার ও ১ হাজার।
গ্যাব্রিয়েল আত্তাল বলেছেন, সংক্রমণ ব্যাপকভাবে বেড়েছে। তবে আমরা এটাও জানি যে, ফ্রান্সে আমাদের ব্যাপকসংখ্যক মানুষ টিকার আওতায় রয়েছেন। আমরা বুস্টার ডোজ দেওয়ার ক্ষেত্রে প্রতিবেশীদের চেয়ে এগিয়ে আছি বলে মনে হচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct