আপনজন ডেস্ক: পঞ্চায়েত ভোটে আদালত অবমনানার মামলায় রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহার বিরুদ্ধে শুক্রবার রুল জারির নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এর ফলে ২৪ নভেম্বর মামলার পরবর্তী শুনানিতে আদালতে সশরীরে হাজিরা দিতে হবে তাকে। এর আগে কোনও রাজ্য নির্বাচন কমিশানরকে কলকাতা হাইকোর্ট এমন ধরনের নির্দেশ দেয়নি। স্বভাবতই হাইকোর্টের রুল জারিকে কেন্দ্র করে চরম অস্বস্তির মধ্যে পড়েছেন রাজীব সিনহা। জানা গেছে, গত পঞ্চায়েত নির্বাচনে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে ভোট করানোর নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তা মানা হয়নি বলে কলকাতা হাইকোর্টে আদালত অবমাননার মামলা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরি ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই মামলার শুনানিতে শুক্রবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম বলেন, রাজ্য নির্বাচন কমিশনার ইচ্ছাকৃতভাবে আদালতের নির্দেশ মানেননি বলে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। তাই তার বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হচ্ছে। আগামী ২৪ নভেম্বর মামলার পরবর্তী শুনানির দিন তাঁকে সশরীরে আদালতে হাজিরা দিয়ে ব্যাখ্যা দিতে হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct