আপনজন ডেস্ক: মুসলিম রাষ্ট্রপ্রধানদের ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক না করার আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। সোমবার (১১ নভেম্বর) সৌদি আরবে অনুষ্ঠিত ওআইসি ও আরব লীগ আয়োজিত শীর্ষ সম্মেলনে বক্তব্যকালে এই আহ্বান জানান তিনি। ফিলিস্তিনি প্রেসিডেন্ট বলেন, গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আগ্রাসন চালাচ্ছে ইসরাইল। তারা ফিলিস্তিনিদেরকে গণহারে হত্যা করছে। টার্গেট করছে জাতিসঙ্ঘের ফিলিস্তিনবিষয়ক ত্রাণসংস্থা ইউএনআরডব্লিউএ কর্মীদেরকেও। সেজন্য তাদের সাথে সম্পর্ককে পুনঃমূল্যায়ন করুন। একইসাথে দখলদারদের সাথে সম্পর্ক স্বাভাবিক করা থেকেও বিরত থাকুন। জাতিসঙ্ঘের প্রতি আহ্বান জানিয়ে মাহমুদ আব্বাস বলেন, ইসরাইল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। জাতিসঙ্ঘের সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদকে অমান্য করছে। তারা যদি আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল না-ই হতে পারে, তাহলে জাতিসঙ্ঘ থেকে তাদের সদস্যপদ স্থগিত করুন।মুসলিম নেতাদের উদ্দেশে তিনি বলেন, এ যুদ্ধে ইসরাইলকে সমর্থন দিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct