আপনজন ডেস্ক: মিশরের রাজধানী কায়রোতে চলছে ৫৬তম আন্তর্জাতিক বইমেলা। গত ২৪ জানুয়ারী ২০২৫ বইমেলার উদ্বোধন হয়। মেলা চলবে ৫ ফেব্রুয়ারী পর্যন্ত। মেলায় ফিলিস্তিনিদের উল্লেখযোগ্য উপস্থিতি, আল-আজহার আশ-শরীফের প্যাভিলিয়নে বিপুল জনসমাগম এবং নৈতিক ও পারিবারিক মূল্যবোধ সংরক্ষণের বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।
মেলার প্রথম তিন দিনে ১,৩৪৫টি প্রকাশনা সংস্থার অংশগ্রহণ এবং দশ লক্ষ দর্শনার্থীর উপস্থিতি বইমেলার তাৎপর্যকে আরও উজ্জ্বল করেছে। বিশ্বের ৮০টি দেশের মধ্যে কুয়েত এই প্রদর্শনীতে অংশগ্রহণ করছে, যা মিশর ও কুয়েতের মধ্যে সাংস্কৃতিক সম্প্রীতিকে সুসংহত করছে। কুয়েতি প্যাভিলিয়নে আব্দুল আজিজ সৌদ আল-বাবতাইন সাংস্কৃতিক ফাউন্ডেশন এবং কুয়েতি তথ্য মন্ত্রণালয়ের কর্নারসহ বেশ কয়েকটি প্রকাশনা সংস্থা ছিল। জনসাধারণের উপস্থিতি ভালো হলেও বিক্রয় কার্যক্রম এখনো প্রত্যাশিত পর্যায়ে পৌঁছেনি। আল-আজহার আশ-শরীফের প্যাভিলিয়নে বিশাল জনসমাগম লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে সেমিনার, ফতোয়া, শিশু কার্যক্রম ও বিদেশি শিক্ষার্থীদের কোণে। এটি ফিলিস্তিনিদের জন্য সহায়তা ও ত্রাণের আউটলেট প্রদর্শন করছে। ফতোয়া কর্নারে পুরুষ ও মহিলা মুফতিদের উপস্থিতিতে দর্শনার্থীরা আইনশাস্ত্রীয় প্রশ্নের উত্তর নিচ্ছেন। ২৬ জানুয়ারি অনুষ্ঠিত “ফিলিস্তিন: একটি জাতির ইতিহাস এবং একটি জনগণের সংগ্রাম” শীর্ষক সিম্পোজিয়ামে ফিলিস্তিনিদের স্বার্থ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়। এছাড়া, ফরাসি ইহুদি লেখক আলাইন গ্রেশের “প্যালেস্টাইন: আ পিপল দ্যাট রিফিউসেস টু ডাই” বইটির উপর আলোচনার মাধ্যমে দখলদার শক্তির অপরাধ উন্মোচিত হয়।
অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে বইয়ের মূল্য এক পাউন্ড থেকে শুরু রাখা হয়েছে, যাতে বইমেলা সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত থাকে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct