আপনজন ডেস্ক: লিভারপুল তাঁকে বিক্রি করেনি। নিজের মতো করে পথ খুঁজে নিতেও বলেনি। তবু ২০২৩ সালের জুনে নিজেই অ্যানফিল্ড ছেড়ে দিয়েছিলেন রবার্তো ফিরমিনো। যোগ দিয়েছিলেন সৌদি প্রো লিগের দল আল আহলিতে। পেয়েছিলেন অধিনায়কত্বের বাহুবন্ধনী।
দেড় বছর পর সেই আহলিতেই ফিরমিনো ব্রাত্য। ২০২৪-২৫ মৌসুমের বাকি অংশের জন্য ফিরমিনোকে স্কোয়াডে রাখেনি আল আহলি। শীতকালীন দলবদল মৌসুমের শেষ দিনে পোর্তো থেকে গালেয়ানোকে নিয়ে এসেছে আহলি। তাঁকে জায়গা করে দিতে ফিরমিনোর নাম প্রো লিগ থেকে বাদ দিয়েছে ক্লাবটি।
৩৩ বছর বয়সী ফিরমিনো আহলির জার্সিতে প্রথম ম্যাচেই করেছিলেন হ্যাটট্রিক। কিন্তু শুরুর সেই ফর্ম ধরে রাখতে পারেননি। ২০২৩-২৪ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে মোট ৩৪ ম্যাচে করেন ৯ গোল। সব কটি গোলই প্রো লিগে। এবার লিগে ১৭ ম্যাচ খেলে করেছেন ৫ গোল, সব মিলিয়ে ৯টি। চলতি মৌসুমে লিগ পয়েন্ট তালিকায় আল আহলি এখন পাঁচে। শীর্ষে থাকা আল ইত্তিহাদের সঙ্গে ব্যবধান ১১ পয়েন্টের।
ফিরমিনোর ওপর আস্থা রাখতে না পেরে আল আহলি কোচ ম্যাথিয়াস জেইসলে এবারের দলবদলে গালেয়ানোকে দলে ভিড়িয়েছেন। ২৭ বছর বয়সী এই উইঙ্গারও ফিরমিনোর মতো ব্রাজিলিয়ান। সৌদি প্রো লিগের নিয়ম অনুসারে প্রতিটি ক্লাব স্কোয়াডে সর্বোচ্চ ১০ জন বিদেশি রাখতে পারে। আগে থেকেই আল আহলিতে ১০ জন থাকায় গালেয়ানোর জন্য একজনকে বাদ দিতে হতো। সেটিই হয়েছে ফিরমিনোর বেলায়।
এই মুহূর্তে গালেয়ানো ছাড়াও আল আহলির প্রো লিগ স্কোয়াডে আছেন রিয়াদ মাহরেজ, ইভান টনি, ফ্রাঙ্ক কিসি, এদুয়ার্দো মেন্দি, রজার ইবানেজ, মেরিহ দেমিরাল, মাতেও ড্যামস, এজগিয়ান অ্যালিওস্কি ও গ্যাব্রি ভেইগা—এই ১০ বিদেশি।
ডেইলি মেইলসহ বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, সৌদি প্রো লিগের স্কোয়াডে না থাকলেও এএফসি চ্যাম্পিয়নস লিগের দলে আছেন ফিরমিনো। চলতি মৌসুমের বাকি অংশে মহাদেশীয় প্রতিযোগিতায় খেলতে পারবেন তিনি। এরই মধ্যে এএফসি চ্যাম্পিয়নস লিগে গ্রুপ ‘বি’তে প্রথম সাত ম্যাচের ছয়টিতে জিতে নকআউটে খেলা নিশ্চিত করেছে আল আহলি।
তবে ফিরমিনোর জন্য দেখার বিষয় হচ্ছে চ্যাম্পিয়নস লিগেও কোচ তাঁর ওপর আস্থা রাখেন কি না। আল আহলির সঙ্গে এই ব্রাজিলিয়ানের চুক্তি আছে ২০২৬ সালের জুন পর্যন্ত।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct