আপনজন ডেস্ক: সোমবার তেলেঙ্গানা বিধানসভায় শিক্ষা প্রতিষ্ঠান, কর্মসংস্থান এবং গ্রামীণ ও শহুরে স্থানীয় সংস্থাগুলির নির্বাচনে অনগ্রসর শ্রেণির সংরক্ষণ বাড়িয়ে ৪২ শতাংশ করার জন্য দুটি বিল পাস হয়েছে।
মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডি, যিনি বিলগুলিকে সমর্থন করার জন্য সমস্ত দলের সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন, তিনি বলেছেন যে তিনি ব্যাকওয়ার্ড ক্লাসদের ৪২ শতাংশ সংরক্ষণ প্রদানের জন্য সংসদের অনুমোদন করার প্রচেষ্টায় নেতৃত্ব দেবেন। (কারণ ব্যাকওয়ার্ড ক্লাসদের ৪২ শতাংশ সংরক্ষণের বিধান কোটার ৫০ শতাংশের ঊর্ধ্বসীমা লঙ্ঘন করবে)। তিনি প্রস্তাব দিয়েছিলেন যে সমস্ত দলের নেতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করে দাবি জানান, ব্যাকওয়ার্ড ক্লাস সংরক্ষণ ২৩ শতাংশ থেকে বাড়িয়ে ৪২ শতাংশ তারা করতে চান। মুখ্যমন্ত্রী জি কিষাণ রেড্ডি, বান্দি সঞ্জয় কুমার এবং বিজেপি বিধায়কদের প্রধানমন্ত্রীর কাছে এই সুপারিশ করারও আহ্বান জানিয়েছেন। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করার পাশাপাশি বিলে কেন্দ্রের সম্মতি পাওয়ার চেষ্টার অঙ্গ হিসেবে বিষয়টি সংসদে উত্থাপনের অনুরোধ জানান তিনি। তাঁর দাবি, জনসংখ্যার কোনও তথ্য না থাকায় সংরক্ষণের উপর ৫০ শতাংশ ঊর্ধ্বসীমা বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। রেবন্ত রেড্ডি জানিয়েছেন, তেলেঙ্গানা সরকার দেশে প্রথমবার একটি স্বচ্ছ জাতি সমীক্ষা চালিয়েছে, যেখানে দেখা গেছে যে ব্যাকওয়ার্ড ক্লাসদের জনসংখ্যা ৫৬.৩৬ শতাংশ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct