আপনজন ডেস্ক: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার বলেছেন যে ট্যাব বা মোবাইল ফোন কেনার জন্য শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো সরকারী তহবিল জালিয়াতির তদন্তের জন্য তার সরকার একটি বিশেষ তদন্তকারী দল (এসআইটি) গঠন করেছে।
কলকাতা ফেরার আগে শুক্রবার উত্তরবঙ্গের বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এই ঘটনায় ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। সরকার একটি ট্যাবলেট বা মোবাইল কেনার জন্য সরকারি স্কুলের প্রতিটি উচ্চ মাধ্যমিক এবং দশম শ্রেণির শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্টে ১০,০০০ টাকা স্থানান্তর করেছিল, কিন্তু তাদের মধ্যে অনেকে কথিত অসদাচরণের কারণে অর্থ গ্রহণ করেনি।
মুখ্যমন্ত্রী বলেন, একটি সিট গঠন করা হয়েছে। আমাদের প্রশাসন অনেক শক্তিশালী। তারা ইতিমধ্যে ছয়জনকে গ্রেফতার করেছে এবং যা করা দরকার তা করবে। এই মামলায় জড়িত ওই দলটি মহারাষ্ট্র ও রাজস্থানের বাসিন্দা। এই ধরনের গোষ্ঠী প্রায় সব রাজ্যেই রয়েছে। যারা টাকা পাননি, তাদের সকলকে টাকা দেওয়া শুরু করেছে সরকার।
অপরদিকে, রাজ্য পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা শুক্রবার জানিয়েছেন, পশ্চিমবঙ্গের সরকারি স্কুলের ১৬ লক্ষ শিক্ষার্থীর মধ্যে ১,৯১১ জন রাজ্য সরকারের ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের সাথে যুক্ত সাইবার জালিয়াতির শিকার হয়েছে, যা দশম শ্রেণি এবং দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ট্যাবলেট কেনার জন্য ১০,০০০ টাকা দেয়।
এই কেলেঙ্কারি পুলিশকে তদন্ত শুরু করতে প্ররোচিত করেছিল। এখনও পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ৯৩টি এফআইআর দায়ের করা হয়েছে। এডিজি (সাউথ বেঙ্গল) সুপ্রতিম সরকার বলেন, দশম ও দ্বাদশ শ্রেণির ১৬ লক্ষ পড়ুয়ার মধ্যে ১ হাজার ৯১১ জন পড়ুয়া প্রতারণার শিকার হয়েছে। মহারাষ্ট্র, রাজস্থান, ঝাড়খণ্ড সহ একাধিক রাজ্য থেকে পরিচালিত সাইবার অপরাধীরা এই জালিয়াতি চালিয়েছে বলে জানান সুপ্রতিম সরকার। তিনি বলেন, তদন্তে আন্তঃরাজ্য গ্যাংয়ের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। গ্রেপ্তার হওয়া সন্দেহভাজনদের মধ্যে কয়েকজন এই অভিযানের অংশ বলে স্বীকার করেছে এবং অভিযানের সময় জব্দ করা নথিগুলি অন্যান্য ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (ডিবিটি) প্রকল্প এবং জাতীয় বৃত্তি পোর্টাল থেকে তহবিল পাচার সহ পূর্ববর্তী সাইবার কেলেঙ্কারিতে তাদের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করেছে।
রাজ্য পুলিশ এই কেলেঙ্কারির তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছে এবং অন্যান্য রাজ্যের আইন প্রয়োগকারী সংস্থাগুলির সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে। স্থানীয় স্তরে সিস্টেমে কোনও কারচুপি হয়েছিল কিনা বা অভ্যন্তরীণ যোগসাজশের কারণে জালিয়াতরা সাহায্য করেছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সুপ্রতিম সরকার বলেন, আমরা জানার চেষ্টা করছি যে এই দুষ্কৃতীরা সিস্টেমে কারসাজি করেছিল কিনা, বা নিচুতলায় কোনও লোক জড়িত ছিল কিনা, বা প্রতারকদের সহায়তা করার জন্য কেউ সিস্টেমে গোপনে কাজ করেছিল কিনা।
অন্যদিকে, শুক্রবার কলকাতার রাজারহাটের আদিবাসী উন্নয়ন দফতর আয়োজিত এক অনুষ্ঠানে বীরসা মুন্ডার ১৫০ তম জন্মবার্ষিকী পালন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতে সাঁওতাল সম্প্রদায় ও উত্তরবঙ্গের পাহাড় থেকে আসা আদিবাসী গোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেন। উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, মন্ত্রী বীরবাহা হাঁসদা, ফিরহাদ হাকিম সহ অন্যান্যরা। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো সারি এবং সারনা বিশ্বাসীদের ধর্ম হিসাবে স্বীকৃতি দেওয়া উচিত বলে মন্তব্য করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct