আপনজন ডেস্ক: এক মাস আগে মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থানার অন্তর্গত দৌলতপুর গ্রামে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১ টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়। ভয়াবহ সেই অগ্নিকাণ্ডে বাড়িঘর পুড়ে যাওয়ার পাশাপাশি পুড়ে যায় সেই সব পরিবারের যাবতীয় সহায় সম্বল। দরকারি কাগজপত্র সহ পোশাক আশাকসহ সবকিছু হারিয়ে আজ তারা এক অনিশ্চিত ভবিষ্যতের সামনে দাড়িয়ে। সমস্যা সৃষ্টি হয় রুজি রোজগারের ও। বিধানসভা ভোটের আগে ঘটে যাওয়া এই অগ্নিকাণ্ডে তাৎক্ষনিকভাবে সে সময় সহায়তায় বিভিন্ন রাজনৈতিক নেতাদের দেখা গেলেও, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাল ফেরেনি এখনও। এক মাস পরও হাল না ফেরায় এই করুণ অবস্থায় সাহায্য পেতে মরিয়া গ্রামবাসীরা। এমতাবস্থায়, ইসলামপুর এর স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নকুটির এগিয়ে আসে নতুন ত্রাণ নিয়ে।
গতকাল সেই সকল পরিবারকে চাল, ডাল ও কিছু আর্থিক সাহায্য দিয়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ইসলামপুর এর স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নকুটির। এ বিষয়ে সংগঠনের প্রেসিডেন্ট অমিত ঘোষ জানান, ইসলামপুর স্বপ্নকুটির দুর্ঘটনার সময় থেকেই দৌলতপুর গ্রামবাসীর পাশে এসে দাঁড়িয়েছে। অগ্নিকাণ্ডের একমাস পরেও ক্ষতিগ্রস্থ পরিবারের সমস্যা না মেটায় আমরা আবারো তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিলাম। এবং আগামীতেও এই রকম সমস্যায় আমরা যথাসাধ্য সহায়তার চেষ্টা রাখব।
এছাড়াও সংগঠনের সেক্রেটারি সাজ্জাদ আলী জানান, আমাদের মাধ্যমে অনেক সহৃদয় ব্যক্তি এই সহায়তায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত আছেন। যেসকল সহৃদয় মানুষ আর্থিকভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাই। আশা করি এইভাবে আমাদের সমাজকল্যাণমূলক কাজে আপনাদের মতো আরো অনেক মানুষকে পাশে পাবো।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct