সুভাষ চন্দ্র দাশ , গোসাবা, আপনজন: প্রসূতি মায়েদের ইউ এস জি করতে আসতে হতো কোন বেসরকারি হাসপাতালে অথবা ক্যানিং মহাকুমা হাসপাতালে। গাড়িতে দীর্ঘক্ষণ ধকল নিয়ে নদী পেরিয়ে তবেই আসতে হতো রেডিওলজিস্ট এর কাছে। এবার সেই সমস্যা থেকে মুক্তি পেতে চলেছেন সুন্দরবন দ্বীপের লক্ষাধিক মানুষ। গোসবা ব্লকের ব্লক হাসপাতালে শুক্রবার উদ্বোধন করা হল এই ইউএসজি পরিষেবার। উদ্বোধন করেন বিধায়ক সুব্রত মন্ডল। মূলত বিধায়কের বিধায়ক তহবিল থেকে অর্থ দিয়ে এই অত্যাধুনিক মেশিনটি কেনা হয়েছে। সবমিলিয়ে প্রায় ৩৮ লক্ষ টাকা খরচ করা হয়েছে এই প্রকল্পের জন্য।গোসাবা ব্লক হাসপাতালের উপর সুন্দরবন এলাকার বহু মানুষ নির্ভর করে থাকেন। প্রসূতি মায়েদের এখানে এনে চিকিৎসা করানোর ব্যবস্থা বহুদিন ধরেই আছে। ছিল না কোন ইউএসজি পরিষেবা। ফলে স্থানীয়ভাবে বেসরকারি ছোট ছোট নার্সিংহোমগুলোতে রমরমিয়ে চলছিল তা। বিভিন্ন সরকারি হাসপাতালের চিকিৎসকরাও এই সমস্ত ইউএসজি পরিষেবা দেওয়ার সাথে যুক্ত হয়ে পড়েছিলেন। এবার আর সেই সমস্যা হবে না সাধারণ মানুষের। নদী পেরিয়ে আসতে হবে না ক্যানিং মহকুমা হাসপাতালে। এ বিষয়ে বিধায়ক সুব্রত মন্ডল বলেন, সুন্দরবনের মানুষ এতদিন এই পরিষেবা থেকে বঞ্চিত ছিল। সরকারিভাবে স্বাস্থ্য ভবনকে জানিয়ে এবং বিধায়ক কোটার ইউ এস জি মেশিন বসানো হলো। স্বাস্থ্য ব্যবস্থাই এখনো অনেক কিছুই পরিকাঠামো উন্নয়নের কাজ বাকি আছে সুন্দরবনের দ্বীপে। রেডিওলজিস্ট এবং গাইনোস্পেশালিস্ট চিকিৎসকরা ও আগামী দিনে আসবেন এই হাসপাতালে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct