আমীরুল ইসলাম ,বোলপুর, আপনজন: শান্তিনিকেতনের সোনাঝুরি খোয়াইয়ের হাটে বনদপ্তরের নিষেধাজ্ঞার জন্য এই বছর আয়োজিত হচ্ছে না বসন্ত উৎসব। কারণ দোল পূর্ণিমার দিন সোনাঝুরি খোয়াইয়ে পর্যটক ও স্থানীয়দের প্রবেশাধিকার থাকলেও রঙ খেলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। ২০১৯ সালের পর থেকে বিশ্বভারতী কর্তৃপক্ষ শুধুমাত্র নিজেরা ঘরোয়া ভাবে বসন্ত উৎসব পালন করে।
সেখানে বহিরাগতদের কোনোরকম প্রবেশাধিকার দেওয়া হয় না। সেই কারণেই বোলপুর ও শান্তিনিকেতনের বিভিন্ন এলাকায় আলাদাভাবে বসন্ত উৎসব পালন করা হয়। গত কয়েক বছর ধরে বোলপুর বনদপ্তরের অন্তর্গত সোনাঝুরি জঙ্গলে স্থানীয়দের উদ্যোগে বসন্ত উৎসব পালন করা হতো। কিন্তু এই বছর বোলপুর বনদপ্তরের তরফে সম্পূর্ণভাবে সেক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যার কারণেই শান্তিনিকেতনে ঘুরতে আসা পর্যটকদের মন খারাপ। সোনার ঝুড়ি হাটের ব্যবসায়ীরা অবশ্য বনদপ্তরের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন।
বোলপুর বনদপ্তরের তরফে জানানো হয়েছে, জঙ্গল এলাকায় প্রচুর মানুষের আনাগোনা ও রং খেলার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে গাছ। এছাড়াও আরেকটি বড় সমস্যা হল প্রচুর সংখ্যক গাড়ি আসার ফলে পার্কিং করতে গিয়েও বনদপ্তরের জমি ও গাছ ক্ষতিগ্রস্ত হয়। তাই বনদপ্তর এই সিদ্ধান্ত নিয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct