আপনজন ডেস্ক: কেন্দ্রীয় সরকারের তদন্তকারী সংস্থা সিবিআই বিনা নোটিশে পশ্চিমবঙ্গ সরকারের পরিবহণ ও আবাসন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী তথা কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম সহ, সুব্রত, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করায় তৃণমূল ইতিমধ্যে প্রতিবাদ জানিয়েছে। এবার জেল হেফাজত থেকে ফিরহাদ হাকিম সহ অন্যান্যরা যাতে দ্রুত মুক্তি পান সেই লক্ষ্যে বিশেষ প্রার্থনার আয়োজন করলেন উত্তর ২৪ পরগনার জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ এবং পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি এ কে এম ফারহাদ। বুধবার রাজারহাটে তার বাসভবনে এই উপলক্ষে দোয়ার মজলিশের আয়োজন করা হয়। তাতে উপস্থিত মুসল্লিরা
দোয়ার মজলিশ প্রসঙ্গে এ কে এম ফারহাদ বলেন, দলীয় নির্দেশকে মান্যতা দিয়ে আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে বিশিষ্ট ধর্মীয় গুরুজনদের নিয়ে প্রার্থনা সভার আয়োজন করেছি। দুয়া করা হয় যাতে জেল হেফাজতে থাকা ফিরহাদ হাকিম ও অন্য নেতারা দ্রুত সুস্থ হযে মুক্তি পান। সেই সঙ্গে মহান আল্লাহ তায়ালার কাছে ন্যায় বিচারের দাবিতে প্রার্থনা করছি যাতে খুব শীঘ্রই আমাদের নেতৃবৃন্দ মানুষের সেবায় নিয়োজিত হয়ে কাজ করতে পারেন।
এদিনের এই দোয়ার মাহফিলে বিশিষ্টজনদের মধ্যে ছিলেন মাওলানা জাবেদ আলী, হাজী লাল্টু, পীরজাদা আলহ্বাজ রাকিবুল আজিজ বাখতেয়ারি, নাজমুল ইসলাম প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct