আপনজন ডেস্ক: কোপা আমেরিকার সবচেয়ে সফল দল উরুগুয়ে। ফুটবলের সবচেয়ে পুরোনো আন্তর্জাতিক টুর্নামেন্টটিতে সর্বোচ্চ ১৫ বার শিরোপা জিতেছে তারা। কিন্তু ২০১১ সালে সর্বশেষ শিরোপা জয়ের পর আর শেষ চারেই উঠতে পারেনি অস্কার তাবারেজের দল। আজ বলিভিয়াকে ২-০ গোলে হারিয়ে এবার অবশ্য শেষ আটে জায়গা করে নিয়েছে উরুগুয়ে। তবে লুইস সুয়ারেজ-এদিনসন কাভানিরা শেষ আটে জায়গা করে নিয়েছেন কোনো রকমে।এবারের কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হেরে যায় উরুগুয়ে। দ্বিতীয় ম্যাচে চিলির সঙ্গে ১-১ গোলে ড্র করলেও গোল পাননি সুয়ারেজ বা কাভানি। উরুগুয়ের সমতাসূচক গোলটি ছিল চিলির আর্তুরো ভিদালের আত্মঘাতী। আজ বলিভিয়ার বিপক্ষে পাওয়া ২-০ গোলের জয়েও প্রথম গোলটিও ছিল আত্মঘাতী। ৭৯ মিনিটে দলের দ্বিতীয় গোলটি অবশ্য করেছেন কাভানি।বলিভিয়ার বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করে উরুগুয়ে। তবে সুয়ারেজ-কাভানির সমন্বয়ে গড়া আক্রমণ ভাগ সেভাবে আতঙ্ক ছড়াতে পারেনি বলিভিয়ার রক্ষণে। এর মাঝেও উরুগুয়ে বেশ কিছু ভালো সুযোগ তৈরি করলেও কাভানি-সুয়ারেজের এলোমেলো ফুটবল খেলার কারণে তা গোলে পরিণত হচ্ছিল না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct