নিজস্ব প্রতিনিধি, কলকাতা, আপনজন: শুক্রবার নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত চঞ্চল নন্দীকে আইনী রক্ষাকবচ দিল না কলকাতা হাইকোর্ট। আবেদনকারী অভিযুক্তের আর্জিও খারিজ করে দেয় হাইকোর্ট । এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চের নির্দেশ অনুযায়ী অভিযুক্ত চঞ্চল নন্দীর বিরুদ্ধে তদন্ত করার ক্ষেত্রে কোনও অসুবিধা নেই রাজ্য পুলিশের। শিক্ষক করার পাশাপাশি বিভিন্ন সরকারি দপ্তরের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা আদায়ের অভিযোগ উঠেছে এই চঞ্চল নন্দীর বিরুদ্ধে।আদালত সুত্রে প্রকাশ, গত ২ সেপ্টেম্বর মানসকুমার সিংহ নামে এক ব্যক্তি বাঁকুড়া থানায় চঞ্চলের বিরুদ্ধে এফআইআর দাখিল করেছেন। মামলাকারীর অভিযোগ, - 'গত ২০১৭-২০২০ সালে স্কুল-সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছেন চঞ্চল নন্দী '। বাঁকুড়া জেলায় এই এফআইআর টি খারিজ করার আবেদন করে এবং আইনী রক্ষাকবচ চেয়ে হাইকোর্টে মামলা করেন চঞ্চল। এদিন এজলাসে রাজ্য জানায় -' লিখিত অভিযোগের প্রাথমিক তদন্ত করতে সমস্যা কোথায়?' এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এর সিঙ্গেল বেঞ্চ আবেদনকারী চঞ্চলের আর্জি খারিজ করে দেয়।পাশাপাশি নির্দেশ জারি করে জানায়, -' অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত করতে পারবে রাজ্য পুলিশ'।নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানোয় হাইকোর্টে রক্ষাকবচের আবেদন করেছিলেন চঞ্চল । কিন্তু আবেদন খারিজ করে দিল হাইকোর্ট । এই দুর্নীতির তদন্ত পুলিশই করবে বলে জানিয়ে দিল হাইকোর্ট। এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চের নির্দেশ, -'তাঁর বিরুদ্ধে তদন্ত করার ক্ষেত্রে কোনও বাধা নেই পুলিশের'।জানা গিয়েছে, এই চঞ্চল নন্দী রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলে পরিচিত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct