আপনজন ডেস্ক: জাপানে রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে শিগেরু ইশিবা আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন।সোমবার (১১ নভেম্বর) পার্লামেন্টের এক বিশেষ ভোটে তিনি জাপানের প্রধানমন্ত্রী পদে পুনঃনির্বাচিত হলেন। ভোট অনুষ্ঠিত হয় সোমবার।প্রথমে ইশিবা ও তার মন্ত্রিসভা পদত্যাগ করেন এবং পরে ভোটে অংশগ্রহণ করেন। ইশিবা ৬৭ বছর বয়সী এবং লিবারাল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতা।তার পূর্বসূরি ফুমিও কিশিদা, বিভিন্ন কেলেঙ্কারি ও জনগণের অবিশ্বাসের কারণে পদত্যাগ করেন।এর পরেই ইশিবা প্রথমে প্রধানমন্ত্রী হন এবং পরে সোমবার বিরোধী নেতা ইয়োশিহিকো নোডার বিরুদ্ধে রান-অফ ভোটে জয়লাভ করেন। ইশিবা এবার যে সরকার গঠন করবেন,তা হবে একটি সংখ্যালঘু সরকার,যার কারণে বিরোধী দলগুলোর দাবিগুলোকেও তাকে বিবেচনায় নিতে হবে।ইশিবা এলডিপির নেতা হলেও,সংসদের নিম্নকক্ষে তিনি সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন।ফলে নতুন কোনও বিল বা বাজেট অনুমোদনের জন্য তাকে বিরোধীদের সহযোগিতার প্রয়োজন হবে।ফলে রাজনৈতিক অচলাবস্থার আশঙ্কা তৈরি হয়েছে। ইশিবা তার দলের ভেতরে খোলামেলা সমালোচনা করার জন্য যথেষ্ট পরিচিত।এই কারণে জনগণের কাছে তিনি প্রশংসিত হলেও দলের কিছু নেতার কাছে তিনি বিরাগভাজন হয়েছেন। তবে, তার স্বচ্ছ ভাবমূর্তি এবং সংস্কারের প্রতিশ্রুতি তাকে জনপ্রিয়তা এনে দিয়েছে। ইশিবা তার নেতৃত্বে এলডিপিকে পুনর্গঠন, অর্থনৈতিক উন্নয়ন এবং প্রতিরক্ষা বাজেট দ্বিগুণ করার অঙ্গীকার করেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct