চন্দনা বন্দ্যোপাধ্যায়, জয়নগর, আপনজন: সংবাদমাধ্যমে খবরের পাশাপাশি সারাবছর রক্তদান শিবির, স্বাস্থ্য শিবির, সচেতনতা মূলক শিবির সহ বিভিন্ন ধরনের সামাজিক কাজের সাথে প্রতি বছর শারদ সম্মান প্রদান করে সাংবাদিকদের সংগঠন সুন্দরবন প্রেস ক্লাব।এ বছর সুন্দরবন প্রেস ক্লাবের উদ্যোগে সুন্দরবনের নামখানা, কাকদ্বীপ, কুলপি, মথুরাপুর, জয়নগর, বকুলতলা এবং দক্ষিন ২৪ পরগনার মন্দিরবাজার ও মগরাহাট ব্লকের মোট ২৪ টি পুজো কমিটির সদস্যদের হাতে শারদ সম্মাণ ২০২৪ তুলে দেওয়া হয় ষষ্ঠী, সপ্তমী ও অষ্টমী এই তিন দিন ধরে।এবারের শারদ সম্মাণ প্রাপকেরা হলেন -নামখানা নারায়ণপুর শ্রী দূর্গা আইডিয়াল এসোসিয়েশন, কাকদ্বীপ রবীন্দ্র সংঘ, বর্ণালী সংঘ, নিশ্চিন্তপুর ইউথ অ্যাসোসিয়েশন, অমৃতায়ন সংঘ, কাকদ্বীপ ইয়ং স্টার ক্লাব,মন্দির বাজার মির্জানগর বটতলা পুজো কমিটি, মগরাহাটের মধ্য শিবপুর বন্ধু মহল ক্লাব, দক্ষিণ বারাশত ধর্ম ঠাকুরতলা বালক ও যুবক সংঘ, বহড়ু মল্লভপুর পল্লী মঙ্গল সমিতি,বকুলতলার কমলপুর চন্ডিপুর শ্রীকৃষ্ণ সংঘ, বকুলতলার শাহজাদাপুর সরদার পাড়া পূজো কমিটি,জয়নগরের দুর্গাপুর জাগৃতি সংঘ, মজিলপুর সার্বজনীন দুর্গোৎসব জে এম ট্রেনিং স্কুল মাঠ, জয়নগর পাল পাড়া পঞ্চানন তলা পুজো কমিটি, মজিলপুর মাহিষ্য পাড়া পুজো কমিটি,মজিলপুর গহেরপুর মিলন সমিতি,জয়নগর তিলিপাড়া স্পোর্টিং ক্লাব, জয়নগর তিলি পাড়া প্রগতি সংঘ, জয়নগর ব্যানার্জি পাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি,জয়নগর ঘোষ পাড়া অধিবাসীবৃন্দ পুজো কমিটি, জয়নগর আদর্শ নবপল্লী তরুণ যাত্রী পুজো কমিটি, জয়নগর মিত্র পাড়া ১০ এর পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটি, মথুরাপুরের পাটুনিঘাটা এন্ড দত্তেরচক সার্বজনীন দুর্গোৎসব কমিটি।সুন্দরবন প্রেস ক্লাবের একাধিক সাংবাদিক ও সমাজের বিভিন্ন ধরনের শিল্পীর হাত দিয়ে তিন দিন ধরে এই শারদ সম্মাণ পুজো কমিটির সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।এব্যাপারে সুন্দরবন প্রেস ক্লাবের সভাপতি উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় শুক্রবার বলেন, সাংবাদিকতার পেশার পাশাপাশি সাংবাদিকদের উচিত বিভিন্ন ধরনের সামাজিক কাজের সাথে যুক্ত হওয়া।সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য কিছু করার তাগিদে সারাবছর সুন্দরবন প্রেস ক্লাব স্বাস্থ্য শিবির, রক্তদান শিবির, সচেতনামূলক কাজ করে থাকে। আর তাঁরই অঙ্গ হিসাবে অন্য বছরের মতন এবছর ও শারদ সম্মাণ তুলে দেওয়া হলো পুজো কমিটির সদস্যদের হাতে তাদের উৎসাহ বৃদ্ধির জন্য।আগামী বছর গুলিতে আরও নতুন নতুন কিছু চমক নিয়ে আমরা থাকবো মানুষের পাশে এই ভাবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct