সাদ্দাম হোসেন মিদ্দে , ভাঙড়, আপনজন: দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড়ের সাদার্ন হেলথ ইমপ্রুভমেন্ট সমিতি শিস ও কিছু সহযোগী সংগঠনের উদ্যোগ ও আয়োজন রক্তদান শিবির ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হল। এদিন একই পরিবারের তিন জন স্বামী-স্ত্রী ও কন্যা রক্তদান করেন। পূর্ব কাঁঠালিয়ার বাসিন্দা স্বাস্থ্য কর্মী মহম্মদ কামরুল ইসলাম তার স্ত্রী গৃহবধূ নার্গিস পারভীন ও কন্যা শিক্ষার্থী জুহি জেসমিন রক্তদানের মাধ্যমে নজির সৃষ্টি করেছেন। কাঁঠালিয়াতে শিস চক্ষু হাসপাতালের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এদিনের রক্তদান শিবির ও সাংস্কৃতিক প্রতিযোগীতা। ১৭ নভেম্বর রবিবারের কর্মসূচি তে ছিল বক্তব্য, কবিতা পাঠ, হেলমেট বিতরণও।
রক্তদান শিবিরে কিছু ব্যাক্তিকে হেলমেট প্রদান করে কলকাতা পুলিসের ভাঙড় ট্রাফিক গার্ডে। নিউ লাইফ ফাউন্ডেশন এদিন রক্তদাতাদের কম্বল প্রদান করে। চিত্রাঙ্কন ও প্রশ্নোত্তর প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার প্রদান করে ম্যাজিক ফুড অ্যান্ড হসপিটালিটি সার্ভিসেস।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিস-এর কর্ণধার আব্দুল ওহাব, ভাঙড় ট্রাফিক গার্ডের ওসি মিদ্দা ইমাম উদ্দিন, মানবতা সংস্থার কর্ণধার জুলফিকার আলী পিয়াদা, সমাজ কর্মী আশরাফুল ইসলাম প্রমুখ। কবিতা পাঠ করেন মহম্মদ মফিজুল ইসলাম, প্রতিবেদক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কেয়া ইসলাম। এদিন উপস্থিত ছিলেন নতুন সূর্য সংস্থার সম্পাদক আরবিনা পারভীন, স্বপ্নের ভাঙড় সংস্থার পক্ষে আরিফ মহম্মদ মালি, আমার ভাঙড় সংস্থার কর্ণধার ইয়াউর রহমান, প্রিয় ভাঙড় সংস্থার পক্ষে ফারুক হাসান মোল্লা প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct