আপনজন ডেস্ক: সৌদি আরবের যুবরাজ মুহাম্মদ বিন সালমান বলেছেন, ইসরায়েল অবশ্যই ইরানের ভূখণ্ডে হামলা চালাতে পারবে না। এসময় তিনি আরও বলেন, ইরানের সার্বভৌমত্বের প্রতি ইসরায়েলকে সম্মান দেখাতে হবে।
আজ সোমবার সৌদির রাজধানী রিয়াদে অনুষ্ঠিত আরব লিগ ও ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) যৌথ শীর্ষ সম্মেলনে তিনি এ কথা বলেন। ফিলিস্তিনের গাজা ও লেবানন সংকট সমাধানে এই সম্মেলন ডাকা হয়েছে। সম্মেলনে ইসরায়েলের গাজা অভিযানের নিন্দাও জানান সৌদি যুবরাজ। তিনি বলেছেন, উপত্যকাটিতে ইসরায়েলি বাহিনী ‘গণহত্যা’ চালাচ্ছে। গাজা ও লেবাননে আমাদের ভাইদের বিরুদ্ধে ইসরায়েল যে তৎপরতা চালাচ্ছে, তা বন্ধে’ আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে।
সম্মেলনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু, লেবাননের প্রেসিডেন্ট নাজিব মিকাতিসহ আরব লিগ ও ওআইসির সদস্যদেশগুলোর শীর্ষস্থানীয় নেতারাও উপস্থিত ছিলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct