আপনজন ডেস্ক: সউদী আরব ও লেবাননের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপনের অংশ হিসেবে সউদী যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন রিয়াদে বৈঠক করেছেন। দীর্ঘ আট বছর পর লেবানন থেকে কোনো প্রেসিডেন্ট সউদী সফরে গেলেন, যা দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক জোরদারের নতুন পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। সোমবার (৪ মার্চ) রিয়াদের আল-ইয়ামামা প্রাসাদে সউদী যুবরাজ মোহাম্মদ বিন সালমান প্রেসিডেন্ট জোসেফ আউনকে স্বাগত জানান। সউদী পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ সময় আউনের সম্মানে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হয় এবং উভয় নেতা গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। তবে বৈঠকের বিস্তারিত বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। জোসেফ আউনের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সফর, কারণ এটি তার দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফর। চলতি বছরের জানুয়ারিতে লেবাননের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি দেশটির রাজনৈতিক অচলাবস্থা নিরসনে কাজ করছেন। দীর্ঘ আট বছর পর লেবাননের কোনো প্রেসিডেন্ট সউদী সফরে গেলেন, যা বৈরুত-রিয়াদ সম্পর্ক পুনরুদ্ধারে ইতিবাচক ইঙ্গিত বহন করছে।
প্রেসিডেন্ট আউনের সফরের অন্যতম লক্ষ্য সউদী আরবের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা। উল্লেখ্য, গত মাসে নাওয়াফ সালাম লেবাননের নতুন সরকার গঠন করেন, যা ২০২২ সালের পর দেশটির প্রথম সরকার। দীর্ঘদিনের রাজনৈতিক অচলাবস্থার পর নতুন সরকার ও প্রেসিডেন্টের এই উদ্যোগ লেবাননের স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এই সফরের মাধ্যমে সউদী-লেবানন সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচনের সম্ভাবনা তৈরি হয়েছে। আউনের এ সফর লেবাননের অর্থনৈতিক পুনরুদ্ধার ও মধ্যপ্রাচ্যে কৌশলগত সম্পর্ক পুনর্গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct