আপনজন ডেস্ক: পবিত্র রমজানের চাঁদ অনুসন্ধানের আহ্বান জানিয়েছেন সৌদি আরবের সুপ্রিম কোর্ট। আগামী শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দেশটির মুসলিম নাগরিকদের প্রতি এ আহ্বান জানানো হয়।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) গালফ নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
সৌদি সুপ্রিম কোর্ট জানিয়েছেন, চাঁদ অনুসন্ধানে সক্ষম, এমন ব্যক্তিদের কেউ যদি খালি চোখে অথবা দুরবিন ব্যবহার করে রমজানের চাঁদ দেখতে পান তাহলে তিনি যেন বিষয়টি কর্তৃপক্ষকে জানান।
এ ক্ষেত্রে চাঁদ দেখা ব্যক্তিকে নিকটস্থ কোর্টে বা সবচেয়ে নিকটস্থ সরকারি কেন্দ্রে গিয়ে চাঁদ দেখার তথ্য জানানোর জন্য উৎসাহিত করা হয়েছে।
এদিকে আবুধাবিভিত্তিক ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার জানিয়েছে, আগামী ১ মার্চ থেকে আরববিশ্বে পবিত্র রমজান মাস শুরু হতে যাচ্ছে। প্রতিষ্ঠানটি জানায়, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী ২৮ ফেব্রুয়ারি পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যেতে পারে।
পবিত্র রমজান মাসজুড়ে সারা বিশ্বের মুসলিমরা রোজা পালন করেন।
তারা এ মাসের ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত খাবার ও পানীয় থেকে বিরত থাকেন এবং অনেক বেশি ভালো কাজ করতে উৎসাহিত হন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct