আপনজন ডেস্ক: ফিলিস্তিনিদের সৌদি আরবে স্থানান্তরিত করার বিষয়ে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব।
রোববার তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু অ্যাজেন্সি এ তথ্য জানিয়েছে।
রোববার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক সরকারি বিবৃতিতে এই ধরনের বক্তব্যের ‘স্পষ্টভাবে প্রত্যাখ্যান’ পুনর্ব্যক্ত করেছে। একইসাথে জোর দিয়ে বলেছে যে ফিলিস্তিনি জনগণের তাদের ভূমির ওপর অধিকার রয়েছে এবং তারা অনুপ্রবেশকারী বা অভিবাসী নয়। তাই ইচ্ছা হলেই নৃশংস ইসরাইলি দখলদার তাদেরকে সেখান থেকে স্থানান্তর করতে পারে না।
বিবৃতিতে আরো বলা হয়, চরমপন্থী ও দখলদার মানসিকতার ইসরাইল বোঝে না ফিলিস্তিনের ভ্রাতৃপ্রতিম জনগণের কাছে ফিলিস্তিনি ভূমির অর্থ কী এবং জোর দিয়ে বলে যে ইসরাইল মনেই করে না যে ফিলিস্তিনি জনগণ বেঁচে থাকার যোগ্য।
শান্তিপূর্ণ সমাধানের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে সৌদি আরব জোর দিয়ে বলে, ‘ফিলিস্তিনি জনগণের অধিকার দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করা হবে এবং যত সময়ই লাগুক না কেন, কেউ তাদের কাছ থেকে তা কেড়ে নিতে পারবে না।’
এর আগে, বৃহস্পতিবার নেতানিয়াহু পরামর্শ দেন যে সৌদি আরবে অনেক জায়গা আছে। তাই তাদের উচিত নিজ ভূমিতে ফিলিস্তিনিদের জন্য রাষ্ট্র প্রতিষ্ঠা করা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct