সারিউল ইসলাম, মুর্শিদাবাদ, আপনজন: গ্রামের রাস্তা তৈরি নিয়ে বিবাদ, সিপিএম কর্মীর জবরদখল করে রাখা জমিতে রাস্তা তৈরি করতে বলায় তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটে মুর্শিদাবাদ থানার রামভদ্রপুর এলাকায়। রামভদ্রপুরের রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল দশায় পড়েছিল। দিন কয়েক আগে রাস্তার কিছুটা অংশ ঢালাই করা হয়। মুর্শিদাবাদ-জিয়াগঞ্জ ব্লকের অধীনস্থ প্রসাদপুর গ্রাম পঞ্চায়েত আরও ৪৫ মিটার রাস্তা তৈরি করার জন্য অর্থ বরাদ্দ করে। সেই রাস্তার কাজ শুরু করার কথা ছিল বৃহস্পতিবার।
এদিন সকাল থেকেই কাজ বন্ধ থাকায় সেখানে উপস্থিত হন তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য মিঠু শেখ। সিপিএমের সক্রিয় কর্মী হুমায়ুন শেখ নিজের বাড়ির পাশে অনেকটা রাস্তা জবরদখল করেছিল বলে অভিযোগ। সেই রাস্তা ঢালাই করার কথা বললে বাড়ি থেকে হুমায়ুন শেখ সহ তার পরিবারের লোকজন বাইরে এসে পঞ্চায়েত সদস্য মিঠুকে বেধড়ক মারধর করে। রাস্তায় পড়ে থাকা একটি বাঁশ তুলে মিঠুর মাথায় সজোরে আঘাত করে এলাকায় বাম কর্মী হিসেবে পরিচিত হুমায়ুন শেখ।মিঠু শেখের অভিযোগ, হুমায়ূন সহ তার বাড়ির সকল সদস্য মিঠু কে একা পেয়ে বেধড়ক মারধর করে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে লালবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। মিঠুর মাথা ফেটে যাওয়ায় আটটি সেলাই দেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। ঘটনার পর মুর্শিদাবাদ থানায় অভিযোগ দায়ের করেছে তৃণমূলের পঞ্চায়েত সদস্য মিঠু শেখ। সেখানকার তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য তথা পূর্ত কর্মাধ্যক্ষ আবু তালেব সেখ বলেন, ‘এর আগে যে রাস্তা করা হয়েছিল সেখানে পুলিশ দাঁড়িয়ে রাস্তা করেছিল। এবারে প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত না থাকাই আমাদের পঞ্চায়েত সদস্যকে একা পেয়ে বেধড়ক মারধর করেছে সিপিএমের সক্রিয় কর্মী হুমায়ুন। আমরা প্রশাসনকে বিষয়টি জানিয়েছি। দোষীদের কড়া শাস্তির দাবি জানাচ্ছি।’ ঘটনার পর থেকে অভিযুক্ত হুমায়ুন শেখ সহ অন্যান্যরা পলাতক রয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct