আপনজ ডেস্ক: ‘সতীর্থের চেয়েও বেশি কিছু, ভাই...’—মার্সেলোর রিয়াল মাদ্রিদ ছেড়ে যাওয়া মোটামুটি নিশ্চিত হওয়ার পর গত বছর জুনে সামাজিক যোগাযোগমাধ্যমে এই পোস্ট করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। রোনালদো তার চার বছর আগে রিয়াল ছাড়লেও সাবেক সতীর্থের সঙ্গে তাঁর সম্পর্কের গভীরতা আরও বেশি। রিয়ালে দুজনের বন্ধুত্ব বেশ গাঢ় হয়ে উঠেছিল এবং সেই বন্ধুত্ব টিকে আছে এখনো। এবার বড়দিনে যেমন মার্সেলোর ছেলেকে উপহার পাঠিয়েছেন আল নাসর তারকা। রিয়ালের হয়ে ছয়বার লিগ এবং পাঁচবার চ্যাম্পিয়নস লিগজয়ী এই তারকার ঘর আলো করে দ্বিতীয় ছেলে লিয়াম আলভেজ জন্ম নেয় ২০১৫ সালে। গতকাল নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে করা একটি পোস্ট লিয়াম রোনালদোর উপহার পাওয়ার কথা জানিয়েছে। উপহারটি হলো আল নাসরে রোনালদোর ৭ নম্বর জার্সি। সে জার্সিটি সই করে লিয়াম আলভেজকে পাঠিয়েছেন রোনালদো। এ উপহার পেয়ে ভীষণ খুশি লিয়াম ইনস্টাগ্রামে করা পোস্টে লিখেছে, ‘ক্রিস, তোমাকে অনেক ধন্যবাদ। আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার আদর্শ।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct