আপনজন ডেস্ক: আজ রাতে তেহরানে ইরানি ক্লাব ইসতেগলালের মুখোমুখি হবে সৌদি আরবের আল নাসর। এএফসি চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর প্রথম লেগের এই ম্যাচটিতে ক্রিস্টিয়ানো রোনাল্ডো খেলছেন না। গতকাল আল নাসর ইরানে পৌঁছালেও রোনাল্ডো যাননি।
কেন যাননি, এ নিয়ে বিভিন্ন ধরনের খবর পাওয়া যাচ্ছে। কোনো গণমাধ্যম বলছে, ইরানে গেলে ৯৯ দোররা ভোগ করতে হতে পারে, কেউ বলছে তেহরানে রোনাল্ডোর নিরাপত্তার শঙ্কা আছে। আবার চোটের খবরও পাওয়া যাচ্ছে।
রোনাল্ডো সর্বশেষ মাঠে নেমেছেন শনিবার সৌদি প্রো লিগে আল-ওরোবাহর বিপক্ষে। সাধারণত, রোনাল্ডোর মতো তারকারা বিভিন্ন কারণে লিগের ম্যাচ মিস করলেও মহাদেশীয় প্রতিযোগিতা মিস করতে চান না। আর এবারের প্রো লিগে অবস্থান ভালো না থাকায় (চতুর্থ) এএফসি চ্যাম্পিয়নস লিগেই বেশি মনোযোগ আল নাসরের। তার ওপর প্রতিপক্ষের মাঠে খেলা বলে রোনাল্ডোর মতো তারকাকে দলে পেতে চাইবেন যেকোনো কোচই।
এমন গুরুত্বপূর্ণ একটি ম্যাচের জন্য আল নাসর সামাজিক যোগাযোগমাধ্যমে যে স্কোয়াড প্রকাশ করেছে, সেখানে রোনাল্ডোর নাম নেই। কেন নেই—এ বিষয়ে মার্কাসহ কয়েকটি গণমাধ্যমের খবরে ৯৯ দোররার কথা বলা হয়েছে।
২০২৩ সালের সেপ্টেম্বরে পারসেপোলিসের বিপক্ষে আল নাসরের হয়ে খেলতে তেহরানে গিয়েছিলেন রোনাল্ডো। ওই সময় সেখানে শারীরিক প্রতিবন্ধিতার শিকার এক নারী চিত্রশিল্পীকে জড়িয়ে ধরতে ও চুমু খেতে দেখা গেছে রোনাল্ডোকে। এ ঘটনার ভিডিও-ও ছড়িয়ে পড়েছিল।
মাদ্রিদভিত্তিক ক্রীড়া দৈনিক মার্কার খবরে বলা হয়, ইরানের আইন অনুসারে রোনাল্ডোর ওই ঘটনা ‘ব্যভিচার’ হিসেবে পরিগণিত। যার শাস্তি ৯৯টি বেত্রাঘাত বা দোররা। ২০২৩ সালের ওই ঘটনার শাস্তি হতে পারে বলে রোনাল্ডো সেখানে যাননি। তবে এ বিষয়ে কোনো সূত্রের উল্লেখ করেনি মার্কা।
আল নাসর এবারের ম্যাচটি নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের অনুরোধ করেছিল এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) কাছে, তবে সংস্থাটি তাতে রাজি হয়নি বলেও খবরে বলা হয়েছে।
দলের অন্যদের সঙ্গে তেহরানে যাননি ক্রিস্টিয়ানো রোনাল্ডো।
দলের অন্যদের সঙ্গে তেহরানে যাননি ক্রিস্টিয়ানো রোনাল্ডো।আল নাসরের এক্স পেজ থেকে
স্পেনের আরেক দৈনিক এএসের খবরে অবশ্য কিছুটা ভিন্ন কারণের খবর দেওয়া হয়েছে। ২০২৩ সালের ওই সফরের সময়ই রোনাল্ডোদের অবস্থান করা হোটেলে বিপুলসংখ্যক ভক্ত-সমর্থক জড়ো হয়েছিলেন। যা একপর্যায়ে বিশৃঙ্খলায় রূপ নেয়।
রোনাল্ডো আবারও সেখানে গেলে বিশৃঙ্খলা বড় আকার ধারণ করতে পারে বলে তাঁর নিরাপত্তা নিয়ে সংশয় ছিল আল নাসরের। এ জন্য ম্যাচ অন্য কোথাও সরিয়ে নিতে অনুরোধ করা হলেও কর্তৃপক্ষ সম্মতি দেয়নি বলে রোনাল্ডোকে ইরানে নেওয়া হয়নি।
তবে বিইন স্পোর্টসের খবরে দোররার ভয় বা নিরাপত্তাশঙ্কার বিষয়ই নেই।
কাতারভিত্তিক সংবাদমাধ্যমটির খবরে বলা হয়, আল নাসর কোচ স্টেফানো পিওলি রোনাল্ডোর ছোটখাটো চোট-সমস্যার কথা জানিয়েছেন। সমস্যাটি বড় না হলেও আপাতত ঝুঁকি নিতে না চাওয়াই তাঁকে ইসতেগলাল ম্যাচের বাইরে রাখার মূল কারণ।
সৌদি প্রো লিগে আল নাসরের পরের ম্যাচ ৭ মার্চ আল শাবাবের বিপক্ষে। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা আল ইত্তিহাদের চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে আছে আল নাসর। রোনাল্ডো অবশ্য লিগে ১৭টিসহ সব প্রতিযোগিতায় ৩০ ম্যাচে ২৫ গোল করে নিজের সর্বোচ্চ চেষ্টাই করে যাচ্ছেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct