সারিউল ইসলাম, মুর্শিদাবাদ, আপনজন: আবাস তালিকা থেকে নিজের নাম বাতিল করার আবেদন জানিয়ে বিডিও কে চিঠি করল এক যুবক। সামাজিক মাধ্যমে সেই চিঠি হল ভাইরাল। মুর্শিদাবাদের বেলডাঙা এক ব্লকের মাড্ডা গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ বেনাদহ শেওড়াতলাপাড়া গ্রামের বাসিন্দা মহম্মদ সাবির আহমেদের টালির কাঁচাবাড়ি ছিল ২০১৮ সালে। সে সময় বাংলা আবাস যোজনার তালিকায় তার নাম নথিভুক্ত করা হয়। মাঝে কয়েক বছর কেটে গেলেও আবাসের ঘর পাইনি কেউই। পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশমতো এবছর অক্টোবরের শেষে শুরু হয় আবাস তালিকার যাচাই-বাছাইয়ের কাজ। নিজের অর্থ ব্যয়ে বাড়ি নির্মাণ করেন সাবির। বর্তমান সময়ে পাকা ছাদওয়ালা ঘর আছে তার। তাই আবাস তালিকায় থাকা নিজের নাম কেটে দেওয়ার আবেদন জানিয়ে বিডিও কে চিঠি লিখলেন তিনি।আপনজনকে একান্ত সাক্ষাৎকারে সাবির বলেন, একটা সময় আমি টালির বাড়িতে থাকতাম। এখন পাকা ছাদওয়ালা ঘর হয়েছে। টালির ঘরের অভিজ্ঞতা আমার আছে। তাই আমার নামটা কেটে আমার পাড়াতেই আরও অনেক যোগ্য প্রাপক আছে যাদের সত্যি বাড়ি প্রয়োজন, তাদের ঘর দেওয়া হোক। আমার তো এখন পাকা ঘর হয়ে গেছে। তাই নিজেই বিডিওর কাছে আবেদন করলাম যাতে আবাস তালিকা থেকে আমার নাম বাদ দেওয়া হয়।’একদিকে যেমন আবাস তালিকায় দুর্নীতির অভিযোগ উঠছে। অভিযোগ উঠছে যোগ্য প্রাপকদের নাম বাদ দিয়ে অযোগ্য প্রাপকদের নাম তোলা হচ্ছে আবাস তালিকায়। আরেকদিকে সাবির উল্টো পথে হেঁটে নিজেই নাম বাতিল করার আবেদন জানিয়ে বিডিও কে চিঠি করায় সামাজিক মাধ্যমে সাধুবাদ জানাচ্ছে সকলেই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct