সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: চার নম্বর রাজ্য সড়কের উপর দাঁড়কিনিতে পথ অবরোধে সামিল হলেন এলাকার বাসিন্দারা। দাঁড়কিনি গুঁড়েপাড়া শীতলপুর বডিহা সহ প্রায় ১০ টি গ্রামের বাসিন্দারা। চন্দ্রকোনা রোড সারেঙ্গার ফুলবেড়িয়া পর্যন্ত ভায়া সারেঙ্গা চার নম্বর রাজ্য সড়কের উপর দাঁড়কিনিতে পথ অবরোধ। ইট দিয়ে রাজ্য সড়কের সংস্কার করা চলবে না, এই দাবি তুলে বিক্ষোভ দেখিয়ে অবরোধে সামিল হলেন এলাকাবাসী। এলাকাবাসীর অভিযোগ, চার নম্বর রাজ্য সড়কের সারেঙ্গা দাঁড়কিনি থেকে ফুলবেড়িয়া পর্যন্ত রাস্তার বেহাল দশা দীর্ঘদিনের। অভিযোগ রাজ্য সড়ক অথচ সেই রাস্তা বারবার সংস্কার করা হয় ইট দিয়ে। ফলে সেই রাস্তা চলার ও অযোগ্য হয়ে যায় বলেই দাবি স্থানীয়দের। স্থানীয়দের দাবি এই রাস্তা দিয়ে প্রায় দশটি গ্রামের বাসিন্দারা তো যাতায়াত করেনেই, পাশাপাশি বাঁকুড়া ঝাড়গাম ৯ নম্বর রাজ্য সড়কের রাইপুরের সাথে কংসাবতী নদী পেরিয়ে সহজপথে যোগাযোগের অন্যতম রাস্তা হিসাবে এই রাস্তাকেই ব্যবহার করেন বহুদূরান্তের মানুষও। কিন্তু রাস্তার অবস্থা এতটাই বেহাল তা চলাচলের প্রায় অযোগ্য বলেই দাবি, বড় বড় গর্ত তৈরি হয়েছে রাস্তাতে পাশাপাশি এর আগে ইট বিছিয়ে এই রাস্তা সংস্কার হয়েছিল, রাস্তায় বেরিয়ে পড়েছে সেই ইঁট, ফলে সাইকেল আরোহী থেকে বাইক আরোহী এমনকি যাত্রীবাহী যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে এই রাস্তা। প্রায়ই ঘটছে দুর্ঘটনা, স্কুলের ছাত্র-ছাত্রী থেকে গর্ভবতী মহিলারা এই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে পড়েন সমস্যায়, এমনই অভিযোগ আন্দোলনকারীদের। তাদের আরো অভিযোগ রাস্তা সংস্কারের জন্য বারবার স্থানীয় প্রশাসন থেকে জনপ্রতিনিধিদের জানিও কোন স্থায়ী সমাধান মেলেনি। প্রতিবারই ইট দিয়ে রাস্তা সংস্কার হয়, বছরের অন্যান্য সময় যাতায়াত করা গেল বর্ষাকালে তা একেবারেই অযোগ্য হয়ে পড়ে। সম্প্রতি এই রাস্তা সংস্কারের জন্য আবারো ইট নামানো হয়েছে, আর তাতেই হবে ফুঁসছেন এলাকার বাসিন্দারা। ইট দিয়ে রাস্তা সংস্কার কোনোভাবেই করা যাবে না এই দাবি তুলেই আজ সকাল থেকে অবরোধে সামিল হয়েছেন আন্দোলনকারীরা। তবে যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে তাই পরীক্ষার্থীদের যাতে কোন রকম অসুবিধা না হয়, সেজন্য পরীক্ষার্থীদের তারা যাতায়াতের সুবিধা করে দিচ্ছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct