আপনজন ডেস্ক: ঝাড়খণ্ডের রাজধানী রাঁচির জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের প্রতিভা দিয়ে আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা বৃদ্ধি করেছে। ন্যাশনাল ইউনিভার্সিটি অফ লিগ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ (NUSRL, রাঁচি) এর শিক্ষার্থীরা আন্তর্জাতিক আরবিট্রাল অ্যাওয়ার্ড লেখা প্রতিযোগিতায় প্রথম পুরস্কার জিতেছে। ৫ম সুরানা-আরজিএনএল আন্তর্জাতিক আরবিট্রাল অ্যাওয়ার্ড রচনা প্রতিযোগিতা-২০২৪-এ প্রথম স্থান অর্জন করেছেন ইন্তিসার আসলাম (৪র্থ বর্ষ) এবং জয়নব উল কুবরা (৩য় বর্ষ)। তারা ২৫ হাজার টাকা নগদ পুরস্কার পেয়েছেন। এই দুই শিক্ষার্থীই ভারত এবং বিদেশের কিছু শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণকারীদের পরাজিত করে এই সম্মান অর্জন করেছেন। এই প্রতিযোগিতাটি পাঞ্জাবের রাজীব গান্ধী জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (RGNUL) এর বিকল্প বিরোধ নিষ্পত্তি কেন্দ্র (CADR) এবং সুরানা আন্তর্জাতিক আইনজীবীদের সহযোগিতায় আয়োজিত হয়েছিল। এর লক্ষ্য বিকল্প বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে উৎকর্ষতা প্রচার করা। অংশগ্রহণকারীদের একটি কাল্পনিক আইনি সমস্যার উপর ভিত্তি করে একটি সালিশী রায় প্রস্তুত করতে বলা হয়েছিল। এই প্রতিযোগিতায় ৭২ জনেরও বেশি অংশগ্রহণকারী অংশ নিয়েছিলেন, যারা বিএ এলএলবি, এলএলএম, পিএইচডি, এমফিল বা অন্যান্য আইন সম্পর্কিত কোর্সে অধ্যয়নরত। প্রতিযোগিতায় অংশগ্রহণের শেষ তারিখ ছিল ৩০ অক্টোবর, ২০২৪ এবং ফলাফল জানুয়ারির শেষ সপ্তাহে ঘোষণা করা হয়।
রাঁচির জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. অশোক আর পাতিল ইন্তিসার আসলাম এবং জয়নবকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফলস্বরূপ বিশ্ববিদ্যালয়টি এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় জয়লাভ করেছে। তারা আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের গৌরব বয়ে এনেছেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct