আপনজন: পরীক্ষাথীদের সামনে খোলা হবে প্রশ্নপত্র পরীক্ষার সময়সুচির কিছুক্ষণ আগেই খোলা হবে।
উচ্চমাধ্যমিক পর্ষদের পক্ষ থেকে বুধবার প্রেস কনফারেন্স করে সবাইকে শুভেচ্ছা জানানো হল। পরীক্ষা ৩ রা মার্চ থেকে ১৮ ই মার্চ চলবে পরীক্ষা শুরু হবে সকাল ১০ টা থেকে শুরু হবে যা চলবে মূলত ১.১৫ মিনিট পর্যন্ত মূলত পরীক্ষা চলবে । সকাল ৯ টার মধ্যে সব ছাত্র ছাত্রীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে যেতে হবে । এবং পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোর পর মেটালডিরেক্টর দিয়ে ভালোকরে চেক করা হবে কোন ইলেকট্রনিক্স গাজেট করছেন কিনা । আনুয়াল সিস্টেমে এটি মূলত শেষ পরীক্ষা । এইবছর এডমিড কার্ডে মূলত ভেনু সেটি লেখা হয়েছে । প্রতেক ছাত্র ছাত্রীরা এডমিড কার্ড পেয়ে গেছেন। সমস্ত প্রশ্নপত্র গুলি পৌঁছে গেছে। প্রতেকেটা জায়গার জন্য প্রতেকেটা প্রশ্নপত্র সঠিক সময়ে পৌঁছে যাবে । যে ঘরে যেইরকম স্টুডেন্ট থাকবে সেই ঘরে সেই রকম প্রশ্ন পত্র পাঠানো হবে ।
পরীক্ষার্থীদের সামনে খোলা হবে প্রশ্নপত্র ।পরীক্ষার সময়সুচির কিছুক্ষণ আগেই প্রশ্নপত্র খোলা হবে।
ছাত্র ছাত্রীদের আনসার কি তে কোশ্চেন পেপার নম্বর থাকবে । প্রশ্নপত্র যাতে বাইরে না ছড়িয়ে পড়ে তার জন্য আরও কড়া পদক্ষেপ থাকবে পর্ষদের । প্রতেকটা জায়গায় যেখানে যেখানে পরীক্ষা হচ্ছে সেই সকল জায়গাগুলিতে মেটাল ডিরেক্টর থাকবে। একইসঙ্গে থাকবে সিসিটিভিও । সকাল ৯ টার মধ্যে ভেনু সুপারভাইসার এর কাছে প্রশ্নপত্র পৌঁছে যাবে । ৫ লক্ষ ৯ হাজার এই বছর পরীক্ষার্থীর সংখা। গতবছর ছিল ৭ লক্ষ। এইবছর পরীক্ষাথির সংখা কম । ছাত্র থেকে ছাত্রীদের সংখা ৪৭৫৭১ সংখা বেশি । এই বছরটোটাল স্পেশ্যাল স্টুডেন্ট ৫২৮ জন । প্রতেকেটা ভেনু তে মেটাল ডাইরেক্টর বসানো হয়েছে । প্রতিবছরই দেওয়া হয়ে থাকে। এই বছর আরও বেশি মাত্রায় দেওয়া হচ্ছে । ২ জন করে একেকটি রুমে পাহারার জন্য থাকবে। পরীক্ষাথীদের সংখা বেশি থাকলে সেই ঘরে ৩ জন পাহারায় থাকবে। সেই সঙ্গে মূলত কোন পরীক্ষা কেন্দ্রে পাহারাকারি যদি প্রশ্ন পত্র আনতে যান অপর যিনি সেই ঘর টিতে পাহারায় রয়েছেন তিনি তখন ছাত্র ও ছাত্রীদের গতিবিধির উপর নজর রাখবেন ।
৭ ই ফেব্রুয়ারি ছাত্র ছাত্রীদের কাছে পৌঁছে গেছে এডমিড কার্ড । উচ্চমাধ্যমিকে মোট ৬২ টি বিষয়ে প্রশ্নপত্র তৈরি হয়েছে গত বছর ছিল ৬০ টি এইবছর ARTI ও DTSC এই দুটি বিষয়ে সংযুক্ত হয়েছে। এর মধ্যে ভাষা বিষয় ছিল ১৫ টি ।বিগত বছরের মতো এইবছরও বাংলা , ইংরাজি , হিন্দি ও অলচিকী এই চার ভাষায় প্রশ্নপত্র হচ্ছে । এই বছর ১৪ টি বিষয়ে অলচিকি ভাষায় (BIOS , CHEM , COMA ,EDCN ,ENVS , GEGR , HIST ,MATH ,NUTN ,PHED ,PHIL,PHYS ,POLS ,SANT ) প্রশ্নপত্র তৈরি করা হয়েছে ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct