আপনজন ডেস্ক: কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব দলের পশ্চিমবঙ্গ ইউনিটকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সম্পর্ক স্থাপনের চেয়ে দলের সাংগঠনিক শক্তি বাড়ানোর পরামর্শ দিল। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সভাপতিত্বে ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর নেতৃত্বে দিল্লিতে এআইসিসির সদর দফতরে বুধবার আয়োজিত ওই বৈঠকে হাজির ছিলেন অধীর চৌধুরী, দীপা দাশমুন্সি, প্রদীপ ভট্টাচার্য, মালদহের সাংসদ ঈশা খান চৌধুরী, শুভঙ্কর চক্রবর্তী, অভিজিত মুখোপাধ্যায়, সন্তোষ পাঠক প্রমুখ। ওই বৈঠকে ছিলেন এআইসিসির সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল ও পশ্চিমবঙ্গের ইনচার্জ গুলাম মীরও।
এই বৈঠকে বিজেপির বিরুদ্ধে এবং রাজ্যে যারা দলকে দুর্বল করেছে তাদের বিরুদ্ধে লড়াইয়ের উপরও জোর দেওয়া হয়। কংগ্রেস ও তৃণমূলের মধ্যে ক্রমবর্ধমান দূরত্বের মধ্যে শীর্ষ কংগ্রেস নেতৃত্ব এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। এদিন রাজ্য কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠকের পর পশ্চিমবঙ্গের ইনচার্জ গুলাম মীর সাংবাদিকদের বলেন, বাংলার মানুষ চায় কংগ্রেস রাজ্যে শক্তিশালী ভূমিকা পালন করুক, তাই আমরা রাস্তায় নেমে জনগণের কণ্ঠস্বর ও তাদের সমস্যাগুলি উত্থাপন করব।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct