আপনজন ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করছিলেন, তখন হোয়াইট হাউসের বাইরে শত শত মানুষ বিক্ষোভ করছিলেন। তারা গাজার জনগণের জোরপূর্বক বাস্তুচ্যুতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বলছিলেন, “ফিলিস্তিন বিক্রির জন্য নয়”।
ওয়াশিংটন ডিসিতে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। নেতানিয়াহুর মার্কিন সফর এবং ট্রাম্প প্রশাসনের ইসরায়েলের প্রতি অস্ত্র সরবরাহ বন্ধের দাবিতে এই প্রতিবাদ হয়। ট্রাম্প সম্প্রতি গাজা থেকে ফিলিস্তিনিদের স্থায়ীভাবে উচ্ছেদ করার এবং যুক্তরাষ্ট্রের গাজা দখল করার পরিকল্পনার কথা বলেছেন, যা আন্তর্জাতিকভাবে ব্যাপক নিন্দার সম্মুখীন হয়েছে। বিক্ষোভকারীরা “ফ্রি প্যালেস্টাইন” বলে স্লোগান দেন এবং ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানান। বিক্ষোভের অন্যতম সংগঠক মাইকেল শার্টজার বলেন, “আমরা আমাদের করের অর্থ ফিলিস্তিনিদের হত্যা করতে দিতে চাই না।” তিনি ট্রাম্পের গাজা উচ্ছেদ পরিকল্পনাকে “পাগলামি” বলে উল্লেখ করেন এবং বলেন, “ফিলিস্তিনিরা তাদের মাতৃভূমি ছেড়ে কোথাও যাবে না।”
বিক্ষোভে অংশ নেওয়া সকিয়া আহমাদ, একজন ইরানি-মার্কিন বিক্ষোভকারী, বলেন, “নেতানিয়াহু আসলে একজন যুদ্ধাপরাধী, যার জায়গা হোয়াইট হাউসে নয়, দ্য হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে।”
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct