নিজস্ব প্রতিবেদক , কলকাতা, আপনজন: ট্যাংরার পর সুকান্তনগরে বেআইনি বহুতল ভাঙতে গিয়ে বাঁধার মুখোমুখি হল পুলিশ। শুক্রবার সকালে বাড়ির বাসিন্দারা দরজা আটকে বিধান নগর থানার পুলিশকে প্রবেশ করতে বাঁধা দেয়।ভাঙতে দেয় না বহুতলের বেআইনি অংশ। সল্টলেকে সুকান্ত নগরে বাড়ি ভাঙতে রীতিমতো হিমশিম খেতে হল বিধান নগর দক্ষিণ থানার পুলিশ ও বিধান নগর পৌর নিগমের আধিকারিকদের। এই বহুতলের বাসিন্দারা গেটে তালা মেরে দাঁড়িয়ে থাকেন ভেতরে। তাদের দাবি তাদের কোন নোটিশ দেওয়া হয়নি। হঠাৎ করে কেন বাড়ি ভাঙতে এলো তারা। এর পর বিধান নগর দক্ষিণ থানার পুলিশ ও বিধাননগর পৌর নিগমের আধিকারিকরা গিয়ে উপস্থিত হয়ে কথা বলে বাসিন্দাদের সাথে। দীর্ঘক্ষণ আলোচনা চলে উভয় পক্ষের মধ্যে।
প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, এর আগে হাইকোর্টের নির্দেশে বৃহস্পতিবার বিধাননগর পৌর নিগমের ৩৬ নম্বর ওয়ার্ডে বেআইনি ছয় তলা বিল্ডিং ভাঙতে শুরু করে পৌর নিগম কর্তৃপক্ষ। সাথে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। শুক্রবার সকালে শান্তি নগরে আবার সেই বেআইনি বিল্ডিং ভাঙতে এলে আবাসিকদের বিক্ষোভের মুখে পড়তে হয় বিধাননগর পৌর নিগম কর্তৃপক্ষ এবং পুলিশকে। বিল্ডিংয়ের গেটে তালা লাগিয়ে দেয় বিল্ডিংয়ের আবাসিকরা। ট্যাংরায় বেআইনি হেলা বিল্ডিং ভাংতে গিয়ে বাধার মুখে কলকাতা পুরনিগম, অপরদিকে বিধাননগর পৌর নিগমের ৩৬ নম্বর ওয়ার্ডে বেআইনি ছয় তলা বিল্ডিং হাইকোর্টের নির্দেশে ভেঙে ফেলার কাজ শুরু করল বিধান নগর পুর নিগম।
হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার দুপুর দুটো থেকে অবৈধ বিল্ডিং ভেঙ্গে ফেলার কাজ শুরু করার নির্দেশ দিয়েছিল সেই মতো এদিন তিনটে থেকে বিধান নগর পৌর নিয়মের ৩৬ নম্বর ওয়ার্ডে শান্তিনগরে ভেঙে ফেলার কাজ শুরু করলেও শুক্রবার সকালে শান্তি নগরে বেআইনি বিল্ডিং ভাঙতে এলে গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখায় বিল্ডিংয়ের আবাসিকরা।
বিধাননগর পৌর নিগম এবং দক্ষিণ থানার পুলিশকে বিল্ডিংয়ের ভেতরে ঢুকতে বাধা আবাসিকদের। মাইকিং করে বিল্ডিং ছেড়ে দেওয়ার নির্দেশ পৌর নিগম কর্তৃপক্ষর। বিল্ডিং বাইরে থেকে ভাঙার কাজ করছে পৌর কর্মীরা। বিল্ডিং ছাড়ার জন্য আবাসিকদের সাথে কথা বলছেন পৌর নিগম কর্তারা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct