নকীব উদ্দিন গাজী, কুলপি, আপনজন: ১০০ দিনের বকেয়াটাকা রাজ্য সরকার প্রদান করলেও তা থেকে বঞ্চিত কুল্পির করঞ্জলী গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণচন্দ্রপুর গ্রামের শতাধিক শ্রমিক। তাই নিজেদের বকেয়া টাকা পাওনার দাবিতে শুক্রবার এলাকার পঞ্চায়েত সমিতির সদস্যকে ঘিরে ধরে এলাকার বাসিন্দারা। বিক্ষোভকারীদের অভিযো, ২০২০ সালে ১০০ দিনের কাজ করার পর আজ পর্যন্ত সেই কাজের টাকা তারা পাননি। এমনকি রাজ্য সরকার সম্প্রতি ১০০ দিনের শ্রমিকদের টাকা প্রদান করলেও তা থেকে বঞ্চিত রয়েছে তারা। এ নিয়ে এলাকার পঞ্চায়েত সমিতির সদস্য স্বপন মাঝিকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন ১০০ দিনের কাজের শ্রমিকেরা। অন্যদিকে শ্রমিকদের টাকা না পাওয়া নিয়ে পঞ্চায়েত সমিতির সদস্য স্বপন মাঝি বলেন, বেশ কিছু সমস্যার কারণে অনেকের একাউন্টে টাকা ঢোকেনি এমনকি পঞ্চায়েত সমিতির সদস্যের আজব দাবি একজন শ্রমিকের একাউন্টে টাকা ঢুকলে সেই টাকা ৪-৫ জন শ্রমিককে ভাগ করে দেওয়া হবে তা নিয়েই সমস্যা দাঁড়িয়েছে।
অন্যদিকে এই ঘটনায় সরব হয়েছেন বিরোধীরা। বিজেপি ও আইএসএফের দাবি ১০০ দিনের কাজের টাকা নিয়ে দুর্নীতি করেছে তৃণমূল যে সমস্ত শ্রমিকেরা কাজ করেছে তারা টাকা পাচ্ছে না অন্যদিকে যারা কাজ করেনি তাদের একাউন্টে টাকা ঢুকছে। অবশ্য তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্য স্বপন মাঝি বলেন বিক্ষোভকারী শ্রমিকদেরকে আশ্বস্ত করা হয়েছে যাতে খুব শীঘ্রই সমস্যা মিটিয়ে তাদের বকেয়া টাকা প্রদান করা যায়। তবে বিক্ষোভ কারীদের অভিযোগ রাজ্য সরকার টাকা দিলেও স্থানীয় নেতৃত্বের গাফিলতিতে সেই টাকা পাচ্ছে না তারা অবিলম্বে তাদের বকেয়া টাকা মেটাতে হবে। এ বিষয়ে কুলপির বিধানসভার বিধায়ক যোগুরঞ্জন হালদার বলেন বিষয়টা বিডিওর সঙ্গে কথা বলে সহানুভূতির সঙ্গে দেখা হবে। এরকম হওয়ার কথা ছিল না কিভাবে হল কেনাই হল তা বিষয়টা তদন্ত করা হবে। দরকার পড়লে আমরা একই অভিযোগ ও দাবি জানিয়ে রাষ্ট্রপতির সাথে দেখা করবো তাকে জানাবো। ক্ষমতা থাকলে বিজেপি স্বেত পত্র প্রকাশ করুক। ২১ দিন হয়ে গেছে চ্যালেঞ্জ করেছি আমি । এখন আর এসে মোদি শাহ মনরেগা আবাস নিয়ে কোনো কথা বলছে না । অন্য সব বিজেপি শাসিত রাজ্যে দেবো বাংলায় দেবে না কারণ এখানে মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct