আপনজন ডেস্ক: এবছর হজযাত্রীদের সংখ্যা সৌদি আরব সরকার কমিয়ে দিয়েছে করোনা সংক্রমণের জন্য। গত বছর বিদেশিদের জন্য হজে যাওয়ার কোনও সুযোগ দেওয়া না হলেও এ বছর সারা বিশ্ব জুড়ে মাত্র ৬০ হাজার জনকে হজে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এদের মধ্যে ১৫ হাজার সৌদি প্রবাসী। যেহেতু সারা বিশ্বজুড়ে হজযাত্রীদের সংখ্যা সঙ্কুচিত করা হয়েছে, তাই হজ কমিটি অফ ইন্ডিয়া বা কেন্দ্রীয় হজ কমিটি মনে করছে ভারত থেকে মাত্র ৫ হাজার জন এ বছর হজে যাওয়ার সুযোগ পেতে পারেন। সেই হারে রাজ্যগুলি থেকে হজে যাওয়ার সংখ্যাও কম হবে। তবে, মঙ্গলবার পশ্চিমবঙ্গ হজ কমিটির চেয়ারম্যান তথা সাংসদ নাদিমুল হক হজ সম্পর্কিত ওয়েবিনার করার পর এক প্রেস বিবৃতিতে জানিয়েছেন, এ বছর পশ্চিমবঙ্গ থেকে মাত্র ৪০০-৬০০ জন হজে যাওয়ার সুযোগ পেতে পারেন।
এদিন রাজ্য হজ কমিটি আয়োজিত হজ সম্পর্কিত ওয়েবিনারে অংশ নেন রাজ্য হজ কমিটির চেয়ারম্যান নাদিমুল হক রাজ্য হজ কমিটির কার্যনির্বাহী আধিকারিক তথা মাইনোরিটি ফিনান্স কর্পোরেশনের জেনারেল সেক্রেটারি মুহাম্মদ নকি, রাজ্য হজ কমিটির সদস্য পীরজাদা আলহাজ্ব রাকিবুল আজিজ, হুমায়ুন আলি মির্জা, ফজলুল রহমান, শেখ মোঃ হামিদ হোসেন, হজ আধিকারিক সৈয়দ নায়ার হাশমি, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ এ কে এম ফারহাদ প্রমুখ।এদিনের ওয়েবিনারে সৌদি আরব সরকারের হজ ও ওয়াকফ মন্ত্রকের ভারতীয়দের হজ কোটা নিয়ে আলোচনা হয়।
সৌদি সরকার হজ সম্পর্কিত যে নির্দেশিকা কেন্দ্রীয় হজ কমিটি পেয়েছে তা নিয়েই মূলত এদিনের আলোচনার বিষয়।
এই ওয়েবিনারের পর রাজ্য হজ কমিটির চেয়ারম্যান নাদিমুল হক এক প্রেস বিবৃতিতে জানিয়েছেন, করোনার কারণে ২০২০ সালের হজে শুধু সৌদিদের জন্য নির্দিষ্ট ছিল স্বল্প পরিসরে। তবে এবার বিশ্বজুড়ে সৌদি সরকার ৬০ হাজার জনকে হজে যাওয়ার অনুমতি দিচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়, প্রথমে হজের আবেদনপত্র ১৮ থেকে ৬৫ বছর বয়সিদের কাছ থেকে নেওয়া হচ্ছিল। কিন্তু এখন ৬০ বছরের বেশি বয়সিরা হজে যাওয়ার জন্য আবেদন করতে পারবেন না। ২০২১ সালে ১ আগস্ট পর্যন্ত যাদের বয়স ১৮ থেকে ৬০-এর মধ্যে তারাই কেবল আবেদনের সুযোগ পাবেন। তাছাড়া, আবেদনকারীদের গত ছ মাসে হাসপাতালে ভর্তি থাকার কোনও ঘটনা থাকা চলবে না। এ ব্যাপারে হজ কমিটি স্বতন্ত্র সার্টিফিকেট প্রদান করবে।
আর যারা হজে যাওয়ার আবেদন করবেন তাদেরকে হজ কমিটি অফ ইন্ডিয়া ওয়েবসাইটে করোনা ভ্যাকসিন নেওয়ার তথ্য নথিভুক্ত করতে হবে। তাদেরকে ঈদুল ফিতরের আগে অবশ্য করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়া থাকতে হবে। আর সৌদি পৌঁছনোর ১৪দিন আগে করোনা ভ্যাকসিনের পুরো ডোজ নিতে হবে। হজযাত্রীদের জন্য কোভিশিল্ড অনুমোদিত বলেও জানানো হয়। এছাড়া আরও বিস্তারিত তথ্য কেন্দ্রীয় হজ কমিটির ওয়েবসাইট মারফত ও এসএমএম মারফত জানা যেতে পারে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct