নিজস্ব প্রতিবেদক, শাসন, আপনজন: ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে আগামী ১৯ নভেম্ভর কলকাতার শহীদ মিনার সমাবেশে সভা ডাকা হয়েছে। সেই সভাকে সামনে রেখে শাসনের খড়িবাড়ি বাজারে ও আমিনপুর বাজারে দুটি সভা হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে কলকাতা হাইকোর্টের আইনজীবি মোফাক্কেরুল ইসলাম বলেন মসজিদ, মাদ্রাসার জন্য লিল্লাহ করা ওয়াকফ সম্পত্তির দখল নিতে চাইছে কেন্দ্রের বিজেপি সরকার। এর নিন্দা জানিয়ে আগামী ১৯ নভেম্বর কলকাতার শহীদ মিনার সমাবেশে যোগ দেওয়ার আহবান জানান তিনি।
সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সহসম্পাদক হাফেজ মাওলানা নাজমুল আরেফিন বলেন, বিভাজনের রাজনীতি করছে বিজেপি। এর প্রতিবাদ হওয়া দরকার বলে তিনি মন্তব্য করেন।
সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সহ সভাপতি মাহমুদুল হাসান বলেন, ওয়াকফ সংশোধনী আইন আটকানোর জন্য অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের হাতকে শক্ত করতে হবে।
শিক্ষক মাওলানা হাসানুজ্জামান বলেন, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমাদের পূর্বপুরুষরা যে সম্পত্তি দান করেছেন তা এখন কেন্দ্রের বিজেপি সরকার দখল নিতে চাইছে। এটা রোখার জন্য সব মানুষজনকে এক ছাতার তলায় আসার আহবান জানান তিনি।
এছাড়া বক্তব্য রাখেন মাওলানা মনিরুল ইসলাম, বাবর হোসেন, খড়িবাড়ি জামে মসজিদ এর পেশ ইমাম কারী মাওলানা শরিফুল ইসলাম কাশেমী, আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র নেতা মুহাম্মদ আলামীন, হাফেজ নাজমুল ইসলাম, গফুর আলি প্রমুখ। শেষে সকল মিল্লাতকে একসঙ্গে চলার বার্তা দিয়ে বিশ্বশান্তির উদ্দেশ্যে দোয়া করেন মাঝেরআইট পিরডাঙ্গা দরবার শরীফের পীরজাদা মাওলানা মাসুম বখতেয়ারী।