আপনজন ডেস্ক: পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে রাজ্যসভার সাংসদ তথা বিজু জনতা দল (বিজেডি) নেতা সুলতা দেও-র মন্তব্য ওড়িশায় ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। একাদা সাংবাদিক দেও বলেন, এই হামলার যে সময়ের মধ্যে এত মানুষ মারা গেল, সেই সময়ের মধ্যে প্রত্যেক পর্যটকের ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা করা সম্ভব নয়। কোনও সন্ত্রাসবাদী কখনও ধর্ম বা জাতপাতের মধ্যে আবদ্ধ নয়। এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিজেপির প্রবীণ নেতা তথা আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন। হরিচন্দন এই মন্তব্যের নিন্দা করে বলেন, যারা এই মর্মান্তিক মৃত্যু দুর্ভোগকে তুচ্ছ করে তোলে তারা রাজনৈতিক পদের অযোগ্য। এ ধরনের ‘জঘন্য ও বিকৃত মানসিকতার’ অধিকারী ব্যক্তিদের পরিত্যাগ করার আহ্বান জানান তিনি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct