আপনজন ডেস্ক: আবারো একাধিক ক্রুজ মিসাইলের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া। স্থানীয় সময় বুধবার সকাল ৯টার দিকে দেশটির পূর্ব উপকূলে এসব মিসাইল নিক্ষেপ করা হয়। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে । দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলছে, চলতি বছরে এ নিয়ে পঞ্চম দফায় এ ধরনের মিসাইলের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া।দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ (জেসিএস) বিবৃতিতে বলেছেন, আমাদের সেনারা আজ বুধবার সকাল ৯টার দিকে পূর্বাঞ্চলের উপকূলীয় ওনসান শহর থেকে ছোড়া বেশ কিছু ক্রুজ মিসাইল শনাক্ত করেছে। আমাদের সামরিক বাহিনী ও মার্কিন গোয়েন্দা সংস্থা এসবের বিস্তরিত জানার চেষ্টা করছে। বিবৃতিতে তিনি আরো বলেন, আমাদের সামরিক বাহিনী নজরদারি ও সতর্কতা বাড়িয়েছে এবং আমাদের মার্কিন অংশীদারদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে। উত্তর কোরিয়ার কার্যকলাপ নিবিড়ভাবে পর্যক্ষেণ করা হচ্ছে। এ সপ্তাহের শুরুতে দক্ষিণ কোরিয়া জানিয়েছিল, তারা মাল্টিপল রকেট লঞ্চারের জন্য একটি নতুন কন্ট্রোল সিস্টেম পরীক্ষা করে দেখছেন, যা যুদ্ধক্ষেত্রে তাদের শক্তি আরো বৃদ্ধি করবে। দক্ষিণ কোরিয়ার সামরিক বিশেষজ্ঞরা সন্দেহ করছেন, ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে সরবরাহ করার আগে অস্ত্রগুলো পরীক্ষা করছে পিয়ংইয়ং।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct