আপনজন ডেস্ক: হেপাটাইটিস সি ভাইরাস শনাক্তকরণে বিশেষ অবদানের জন্য এ বছর চিকিৎসা বিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী। ওই তিন বিজ্ঞানীর মধ্যে দুজন মার্কিন ও একজন ব্রিটিশ বংশোদ্ভূত বিজ্ঞানী। সোমবার সুইডেনের ক্যারোলিনস্কা ইন্সটিটিউট নোবেল অ্যাসেম্বলি তথা নোবেল কমিটি চিকিৎসা বিজ্ঞানে এই নোবেল পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করেছে।
রক্ত জনিত রোগ হেপাটাইটিস সি ভাইরাস শনাক্তকরণে সাহায্যের জন্য যে তিন বিজ্ঞানীকে নোবেল দেওয়া হয় তারা হলেন হার্ভে জে. অলটার, মাইকেল হাফটন ও চার্লস এম রাইস।
এ সম্পর্কে নোবেল কর্তৃপক্ষ জানায় হেপাটাইটিস সি ভাইরাস লিভার সিরোসিস ও ক্যান্সারের জন্য দায়ী। তাদের এই কাজের আগে হেপাটাইটিস এ এবং বি ভাইরাসকে শনাক্ত করা ছিল গুরুত্বপূর্ণ কাজ। হেপাটাইটিস সি ভাইরাস শনাক্ত করা বা আবিষ্কার করার ফলে হেপাটাইটিসের বাকি জটিল বিষয়গুলো জানা সহজ হয়েছে।
আরও বলা হয়, এর ফলে রক্ত পরীক্ষা করা এবং নতুন ওষুধ আবিষ্কারের মাধ্যমে লাখ লাখ মানুষের জীবন রক্ষা করা গেছে।
নোবেল পুরস্কার হিসেবে পদক ছাড়াও ওই তিন বিজ্ঞানীরা এক কোটি সুইডিস ক্রাউন বা ১১ লাখ ডলার অর্থ মূল্য পাবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct