নব বছর
শরীফুল ইসলাম
নতুন বছর নতুন করে
নতুন রঙে আঁকি,
নিয়ম নীতির নতুন খাতায়
নামাজ কালাম রাখি।
স্মৃতির খাতায় মন হারালে
কষ্ট হবে বুকে,
সুখে দুঃখে আল্লাহর নাম
থাকে যেন মুখে।
ওহে প্রভু করেছি ভুল
হলাম নিষ্ঠুর পাপী,
ক্ষমা করার মালিক তুমি
করে দিও মাফি।