নিজস্ব প্রতিবেদক , হাড়োয়া, আপনজন: বিধানসভার মধ্যে জনগণের কন্ঠকে জোরদার করতে হাড়োয়া বিধানসভা নির্বাচনের উপনির্বাচনে আইএসএফ প্রার্থীকে জয়ী করুন। তার কারণ তৃণমূল কংগ্রেস ও বিজেপির বিধায়করা মানুষের রুজিরুটি নিয়ে আলোচনা করেন না। শুধু খবরের শিরোনামে থাকার জন্য নকল যুদ্ধ করেন। আজ উত্তর ২৪ পরগণার হাড়োয়ায় এক বিশাল মিছিলের শেষে অনুষ্ঠিত জনসভায় একথা বলেন আইএসএফ চেয়ারম্যান তথা বিধায়ক নওসাদ সিদ্দিকী। মল্লিকপুর মোড় থেকে হাড়োয়া এলাহাবাদ ব্যাঙ্ক পর্যন্ত এই মিছিল পথ পরিক্রমা করে। মিছিলে নওসাদ সিদ্দিকী ছাড়াও সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী সহ বাম-আইএসএফ নেতৃবৃন্দ অংশ নেন। জনসভায় আইএসএফ চেয়ারম্যান আরো বলেন, বিজেপি’র ভয় দেখিয়ে তৃণমূল কংগ্রেস আবার ভোটের ময়দানে নেমেছে। এই ভাঁওতাবাজী আর চলবে না। আমাদের ভুলে গেলে চলবে না যে বিজেপি’র সহযোগিতায় তৃণমূল কংগ্রেস নির্বাচনী প্রতীক পেয়েছিল। বিভিন্ন ক্ষেত্রে তারা আঁতাত করে চলে। সুতরাং এই দুই দলকেই পরাস্ত করতে হবে। তিনি বলেন, আজ তিন মাস হয়ে গেল, তিলোত্তমার পরিবার ন্যায় বিচার পেল না। কিন্তু মানুষকে রাস্তায় থাকতে হবে যতক্ষণ না ইনসাফ পাওয়া যায়। সেইজন্যও বিধানসভায় জনগণের কন্ঠকে শক্তিশালী করতে হবে। তিনি বলেন, বিধানসভায় সংযুক্ত মোর্চার বিধায়ক হিসেবে তিনি খেটে খাওয়া মানুষের দাবি-দাওয়া নিয়ে সোচ্চার হন। তাকে আরো জোরদার করার জন্য তিনি হাড়োয়া কেন্দ্রের প্রার্থী পিয়ারুল ইসলামকে জয়ী করার আহ্বান জানান। সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই উপনির্বাচনের গুরুত্বের কথা তুলে ধরেন ও বামফ্রন্ট সমর্থিত আইএসএফ প্রার্থীকে জয়ী করার জন্য ডাক দেন।
আজকের এই সভায় অন্যদের মধ্যে ভাষণ দেন সিপিআইএমের স্থানীয় নেতা ইমতিয়াজ হোসেন, আইএসএফ নেতা আবদুল মালেক মোল্লা প্রমুখ। উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা আহমদ আলি খান, আইএসএফের উত্তর ২৪ পরগণা জেলার সভাপতি তাপস ব্যানার্জি, রাজ্য কমিটির সদস্য সাহাবুদ্দিন সিরাজী, কুতুবুদ্দিন ফাতেহি, রাজ্য কমিটির আমন্ত্রিত সদস্য সাওন দাস, মুসা কারেমুল্লা, অধ্যাপক প্রসেনজিত বসু প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct