নিজস্ব প্রতিবেদক , হাওড়া,আপনজন: হাওড়া জেলার আমতা থানার সারদা তাজপুর হাই মাদ্রাসাতে অনুষ্ঠিত হল ভারতবর্ষের প্রথম শিক্ষা মন্ত্রী মাওলানা আবুল কালাম আজাদের স্মরণে জাতীয় শিক্ষা দিবস।কেরাত পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়,মাওলানা আজাদ সম্পর্কে ছাত্রছাত্রী ও শিক্ষকবৃন্দরা বক্তব্য রাখেন। মাদ্রাসার টিচার ইনচার্জ সুজিত কুমার বেরা এই দিনের গুরুত্ব সম্পর্কে বক্তব্য রাখেন। মাদ্রাসার করণিক গোলাম খাঁন দেশ সেবাতে মাওলানা আজাদের ভূমিকা উল্লেখ করেন। শিক্ষক মাওলানা শেখ মুহাম্মদ কালিমুল্লাহ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন ও দেশের শিক্ষা ব্যবস্থাতে মাওলানা আজাদের অবদান আলোকপাত করেন।এদিন মাদ্রাসার পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের সর্বোচ্চ উপস্থিতির পুরস্কার প্রদান করা হয়। উপস্থিত ছিলেন তন্ময় আদক, আফতাব মল্লিক, সুশান্ত সামন্ত, পম্পা দাঁ ও আহমেদ মীর।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct