রঙ্গিলা খাতুন,বহরমপুর,আপনজন: মঙ্গলবার সকাল থেকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ডায়ালিসিস করতে আসা রোগীদের জন্য নিয়মের কিছু পরিবর্তন হওয়াতে প্রচন্ড অসুবিধার মুখে পড়েছেন ডায়ালাাইসিস করতে আসা বেশ কিছু রোগী এবং তাদের আত্মীয়রা। হাসপাতালে আসা রোগীর আত্মীয়দের বক্তব্য এতদিন তারা মেডিকেল কলেজের ওপিডি-তে টিকিট করে হাসপাতালে ডায়ালিসিস ইউনিটে গিয়ে রোগীর চিকিৎসা করাতে পারতেন। কিন্তু মঙ্গলবার তারা হাসপাতালে এসে জানতে পারেন এই নিয়মের পরিবর্তন হয়েছে।আগে না জানিয়ে নিয়ম পরিবর্তন হওয়াতে প্রচুর রোগী ও তাদের আত্মীয়রা অসুবিধার মুখের পড়েন। অসুস্থ রোগীদের অনেককেই ডায়ালাইসিস করতে না পেরে হাসপাতালে বারান্দায় বসে থাকতে দেখা যায়।রোগীর আত্মীয় সুলতান আহমেদ বলেন, আমি এবং আরও অনেকেই হাসাপাতালের নতুন নিয়মে সমস্যায় পড়েছি। আগে যে নিয়ম ছিল সেটাই ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি। মেডিকেল কলেজ হাসপাতালের এমএসভিপি ডাক্তার অমিও কুমার বেরা জানান “ রোগীদের বুঝতে ভুল হয়েছে। মূল বিষয়টি হচ্ছে সরকারি কাজ ত্বরান্বিত করতে স্বাস্থ্য সাথী কার্ড এবং আধার কার্ড জমা করতে বলা হয়েছিল। এবং সিরিয়াস রোগীর ক্ষেত্রে ভর্তি থাকতেও হতে পারে, সেটা রোগীর অবস্থার উপর নির্ভর করছে। তবে স্বাস্থ্য সাথী কার্ড জমা করে টাকা কাটা যাবে বলে আশঙ্কা থেকেই যে সমস্যা হয়েছিল। সেটা মিটে গেছে। “
স্বাস্থ্য দপ্তরের নির্দেশে এখন থেকে ডায়ালিসিস করতে আসা সমস্ত রোগীর স্বাস্থ্য সাথী কার্ড বা আধার কার্ড থাকতে হবে এবং প্রয়োজনে তাদেরকে ১২ ঘন্টা থেকে ৭২ ঘণ্টা পর্যন্ত হাসপাতালে ভর্তি থাকতে হতে পারে। কিন্তু ডায়ালাইসিস করানোর জন্য হাসপাতালে আসা অনেক রোগী এবং তাদের আত্মীয়রা এই নতুন নিয়ম মানতে রাজি নন। তারা রোগীর ডায়ালাইসিস হয়ে গেলেই তাকে ছুটি দিয়ে হাসপাতাল থেকে নিয়ে চলে যেতে চান। এবিষয়ে ডাক্তার বেরা বলেন, ডায়ালাইসিস করে যারা রোগীদের হাসপাতাল থেকে নিয়ে যেতে চান, নিয়ে যেতে পারেন, কোনো সমস্যা নেই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct