সাদ্দাম হোসেন মিদ্দে, ভাঙড়: পাননি কোন সরকারিভাবে সহায়তা। রেশন কার্ড প্রর্যন্ত নেই তাঁর। এমনই অসহায় মুজিতের পাশে সহযোগিতার হাত নিয়ে এগিয়ে এলেন গ্রামবাসীরা। সেকাজে এগিয়ে এলেন এক সমাজসেবীও।
দীর্ঘদিন ধরে জীর্ণ কুঠিরেই বাস ভাঙড় ২ ব্লকের চালতাবেড়িয়া অঞ্চলের দক্ষিণ বামুনিয়া গ্রামের মুজিত মোল্লা। জোটেনি কোন সরকারি সাহায্যও। নেই রেশন কার্ড প্রর্যন্ত। এভাবেই অসহায় জীবন কাটছিল তাঁর। স্ত্রী ও দুই সন্তান নিয়ে মুজিতের কষ্টের সংসার।
'নুন আনতে পান্তা ফুরোয়' অবস্থা গরীব মুজিতের। ইটের বাড়ী তাই তাঁর কাছে স্বপ্ন। কিন্তু সে স্বপ্ন পূরণে এগিয়ে এলেন গ্রামবাসীরাই। গ্রামের মানুষের সহায়তায় দেওয়াল উঠেছিল। ছাউনী আর হয়ে ওঠেনি! খবর পৌঁছায় এলাকার ব্যাবসায়ী জাহাঙ্গীর আলম পাপ্পুর কানে। তিনি এজবেস্টার কিনে পৌঁছে দেন মুজিতের বাড়ীতে। ফলে গোঁজার ঠাঁই খুঁজে পেলেন মুজিত ও তাঁর পরিবার।
নতুন বছরের শুরুতেই ইটের বাড়ীতে বসবাস করার স্বপ্ন পূরণ হল মুজিতের। খুশিতে তাই ডগমগ তিনি। ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করলেন গ্রামবাসী ও সমাজসেবীর প্রতি। মুজিতের পরিবারের মুখে কিছুটা হলেও হাঁসি ফোটাতে পেরে খুশি গ্রামবাসীরাও।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct