নিজস্ব প্রতিবেদক, মালদা, আপনজন: দক্ষিণ মালদার সাংসদ আবু হাসেম খান চৌধুরী রবিবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ মৃত সাজিদের পরিবারের সাথে দেখা করে সমবেদনা জানান । সাথে ছিলেন প্রাক্তন বিধায়ক ইশা খান চৌধুরী, জেলা পরিষদের সদস্য মামনি মন্ডল সহ অন্যান্যরা । ১৬ মাইলের বাড়িতে কিছুক্ষণ ধরে তারা মৃত ছাত্রের বাবার সঙ্গে কথাবার্তা বলেন। পরিবারের সঙ্গে কথা বলে সমবেদনা জানান। তবে বিভিন্ন কথাবার্তায় সেই এলাকায় পড়ুয়াদের নিরাপত্তা, দুষ্কৃতীদের গ্রেপ্তার উপযুক্ত শাস্তি দাবি তুলেন। এই্ ঘটনায় উদ্বিগ্ন সংসদ আবু হাসেম খান চৌধুরী বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার আবেদন জানান। পরবর্তীতে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে, সেই ব্যাপারে পদক্ষেপ নিক প্রশাসন।