আপনজন ডেস্ক: মা সন্তানের জীবনের সবকিছু। মা সন্তানের খুশির জন্য নিজেকে বিলিয়ে দেন। অথচ জীবনের নানা ব্যস্ততায় মায়ের খুশির কথা হয়তো ভাবাই হয়না। মা কে খুশি করতে খুব বেশি কিছুই করার প্রয়োজন নেই। মায়ের মুখে হাসি ফোটানোর জন্য একটুখানি ভালোবাসাই যথেষ্ট। চলুন আজকে যেহেতু মা দিবস, এই দিনটিকে ঘিরে মাকে খুশি করার কিছু টিপস জেনে নেই:
মা সারাটা দিনই ঘরের কাজে ব্যস্ত থাকেন। মাঝে মাঝে কাজ করতে করতে হাঁপিয়ে উঠেন তিনি। তারপরেও যেনও কাজ শেষ হয় না। সন্তান হিসেবে মায়ের কাজ কিছুটা ভাগ করে নিতেই পারেন। মা কে রান্না কিংবা ঘর গোছাতে সাহায্য করুন। এক সঙ্গে রান্না ঘরে গল্প করতে করতে মায়ের হাতের কিছু কাজ করে দেখুন মা খুশি হবেন নিঃসন্দেহে। সংসারের ব্যস্ততা ও সন্তানদেরকে বড় করে তোলার কাজে মা সাড়া জীবনটাই ব্যস্ত সময় পার করেছেন। এতো গুলো বছরের মধ্যে নিজেকে সময় দেওয়ার কিংবা বেড়াতে যাওয়ার কথা হয়তো ভাবতে পারেননি মা। মাকে নিয়ে দূরে কোথাও বেড়িয়ে আসতে পারেন। সমুদ্র কিংবা পাহাড়ে চলে যান মায়ের সঙ্গে। অথবা নদীর তীর থেকে বেড়িয়ে আসতে পারেন।
আমাদের সমাজে সন্তানের যত্ন ও নিজের সংসারের কাজগুলোকে মায়েদের দায়িত্ব হিসেবে ধরে নেওয়া হয়। কখনো কি প্রশংসা করেছেন মায়ের? কখনো কি মাকে বলেছেন ‘রান্নাটা মজা হয়েছে অনেক’? কাজের প্রশংসা পেলে ক্লান্তি অনেকটাই কমে যায়। দিন রাত যেই মা আমাদের জন্য পরিশ্রম করে চলেছে তার প্রতিটি কাজের প্রশংসা করুন। প্রশংসার মাধ্যমে তাকে বুঝিয়ে দিন যে তিনি পৃথিবীর সেরা গৃহিণী ও মা। সন্তানের কাছ থেকে মায়ের কোনো চাহিদা নেই। মা শুধু চান তার সন্তানরা তার সঙ্গে বসে গল্প করুক কিংবা তাকে সঙ্গ প্রদান করুক। মাকে খুশি করতে চাইলে মাকে সময় দিন। মায়ের সাথে বসে গল্প করুন কিংবা মায়ের সাথে মার্কেটে কেনাকাটা করতে যান। আত্মীয়দের বাসায় মাকে নিয়ে বেড়াতে যেতে পারেন। খুব ব্যস্ত থাকলেও দিনের শেষে এসে মায়ের খোঁজ খবর নিন। দেশের বাইরে কিংবা দূরে থাকলে নিয়মিত ফোনে কিংবা ভিডিও চ্যাট করে মায়ের সঙ্গে কথা বলুন। সন্তানের কাছ থেকে সম্মান ও ভালোবাসার চাইতে বড় উপহার মায়ের জন্য আর কিছুই নেই। সন্তানের সম্মান ও ভালোবাসা পেলে মায়ের মন খুশিতে ভরে ওঠে। জীবনের প্রতিটি ধাপেই মায়ের মতামত নিন। মাকে কখনোই অসম্মান করবেন না। আর মাকে সবসময়ই বলুন আপনি তাকে কত ভালোবাসেন। মায়ের জন্য ভালোবাসা মনে চেপে না রেখে প্রকাশ করে ফেলুন। আপনার হাসি মুখে ভালোবাসা প্রকাশ করা দেখে খুশিতে ভরে যাবে আপনার মায়ের মন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct