আপনজন ডেস্ক: লেবাননে চলমান সংঘাতে গত দুই মাসে ২০০-এর বেশি শিশু নিহত এবং সহস্রাধিক মানুষ আহত হয়েছেন। খবর রয়টার্সের। মঙ্গলবার (১৯ নভেম্বর) জেনেভায় এক সংবাদ সম্মেলনে ইউনিসেফের মুখপাত্র জেমস এলডার নিহতের এ তথ্য জানিয়েছেন। ইউনিসেফের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত বছর যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত লেবাননে নিহত শিশুর সংখ্যা বেড়ে অন্তত ২৩১ জনে দাঁড়িয়েছে। জেনেভার সংবাদ সম্মেলনে এলডার বলেন, “শুধু গত দুই মাসেই ২০০-র বেশি শিশু প্রাণ হারিয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক ও গ্রহণযোগ্য নয়।”
তিনি হতাহতের জন্য সরাসরি কোনো পক্ষকে দায়ী না করলেও মন্তব্য করেন, “যারা সংবাদমাধ্যমের খবরে নজর রাখেন, তারা জানেন এই পরিস্থিতির জন্য কারা দায়ী।”
ইউনিসেফের মতে, চলমান সংঘাতে পরিস্থিতি ভয়াবহ মানবিক বিপর্যয়ের দিকে এগোচ্ছে। শিশুদের প্রাণহানি শুধুমাত্র একটি সংখ্যা নয়, এটি তাদের পরিবার ও সমাজের জন্য অপূরণীয় ক্ষতি। এই পরিস্থিতি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা তুলে ধরছে। সংঘাত শিশুদের জীবন, ভবিষ্যৎ এবং মৌলিক অধিকারকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করছে। বিশেষজ্ঞরা মনে করেন, যুদ্ধের মধ্যে শিশুদের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া জরুরি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct