আপনজন ডেস্ক: রবিবার আই লিগে অ্যাওয়ে ম্যাচে তারা নেরোকা এফসি-কে ২-০ গোলে হারাল শত বর্ষের ঐতিহ্যবাহী ক্লাব মহামেডান স্পোর্টিং। তাই আই লিগ জয়ের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল মহমেডান স্পোর্টিং ক্লাব। চলতি মরসুমে এই নিয়ে দু’বারই নেরোকাকে হারিয়ে দিল মহমেডান। আই লিগের প্রথম পর্বে মহামেডান নেরোকার বিরুদ্ধে জিতেছিল নৈহাটি স্টেডিয়ামে। এ দিন জিতেছে শিলংয়ে। মণিপুরের ক্লাব হলেও সে রাজ্যে অস্থিরতা বিরাজ করায় নেরোকাকে শিলংয়ে হোম ম্যাচ খেলতে হচ্ছে। নেরোকার কাছে জেতার ফলে টানা চার ম্যাচে জিতল মহমেডান। এই জেতর পিছনে রয়েছে মহামেডানের খেলোয়াড়দের ঐক্যবদ্ধ মনোভাব এবং সংহতি। তবে নেরোকার বিরুদ্ধে প্রথম গোল পেতে দীর্ঘ ক্ষণ অপেক্ষা করতে হয়েছে তাদের। ৪২ মিনিটে গোল করেন এদি হার্নান্দেস। জসিমের নিখুঁত পাস থেকে গোল করেন তিনি। দ্বিতীয়ার্ধেও মহমেডানে দাপট দেখায়। তাতেও বিশেষ ভূমিকা নেন এদি। ৫৪ মিনিটে দলের ব্যবধান বৃদ্ধি করেন তিনি।এই জয়ের ফলে আই লিগের শীর্ষস্থান থাকার জায়গাটা আরও মজবুত করল মহমেডান। এই নিয়ে ২০ ম্যাচে তাদের সংগ্রহ ৪৭ পয়েন্ট। বাকি চার ম্যাচ থেকে আর আট পয়েন্ট পেলেই আই লিগ চ্যাম্পিয়ন হওয়টা নিশ্চিত হবে তাদের। তাহলে তারা আইএসএলেরও যোগ্যতা অর্জন করবে তারা। টানা চারটি ম্যাচ জয়ের পর মহমেডানের কোচ আন্দ্রেই চের্নিশভ বলেন, এই ম্যাচটা জেতা খুবই দরকার ছিল আমাদের। কঠিন পরিস্থিতিতে খেলতে হয়েছে। নেরোকার হারানোর কিছু ছিল না। চাপের মধ্যেও ছেলেরা ভাল খেলেছে। আমি ওদের নিয়ে গর্বিত। আগামীতে তাদের সাফল্য মহামেডানকে এগিয়ে নিয়ে যাবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct