আপনজন ডেস্ক: দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে শেষ করে দিতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শনিবার এমনই অভিযোগ করেছেন রাজ্যসভায় কংগ্রেসের সাংসদ সোনিয়া গান্ধি ৷ এ দিন রাজস্থানে নির্বাচনী প্রচারে ছিলেন তিনি ৷ ওই রাজ্যের জয়পুরে বিদ্যাধর নগর স্টেডিয়ামে এক জনসভায় ভাষণ দেন ৷ সেই সভার মঞ্চ থেকে এ দিন মোদির বিরুদ্ধে এই অভিযোগ করেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী ৷সোনিয়া গান্ধি বলেন, মোদি নিজেকে দেশের ঊর্ধ্বে মনে করেন, তিনি গণতন্ত্রকে ধ্বংস করার জন্য কাজ করছেন। তিনি নিজেকে মহান বলছেন। এই ধরনের নেতারা শুধু ভয়ের পরিবেশ তৈরি করেন । গত ১০ বছর ধরে দেশ এমন একটি সরকারের হাতে রয়েছে, যা বেকারত্ব ও অর্থনৈতিক সঙ্কট বৃদ্ধি ছাড়া আর কিছুই করেনি।ওই সভা থেকেই কংগ্রেস লোকসভা নির্বাচনে তাদের ইস্তাহার প্রকাশ করেন। বিরোধী দলের সেই লোকসভা নির্বাচনী ইস্তেহারে মুসলিম লিগের ছাপ রয়েছে ও এর একটি অংশে বামপন্থীদের আধিপত্য রয়েছে বলে উত্তরপ্রদেশের সাহারানপুরে এক নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্য করেছিলেন। তার জবাবে কংগ্রেস শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করে বলেন, জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নিজে ১৯৪০-এর দশকের গোড়ার দিকে বাংলায় লীগের সাথে জোট সরকারের অংশ ছিলেন।ক্ষমতাসীন বিজেপি ‘বিভেদের রাজনীতি’ করছে বলেও অভিযোগ করেছে কংগ্রেস। তাঁর মন্তব্যের প্রতিক্রিয়ায় কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, প্রধানমন্ত্রী তাঁর ইতিহাস জানেন না, কারণ এটি আসলে হিন্দু মহাসভার তৎকালীন সভাপতি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছাড়া আর কেউ নন, যিনি নিজে বাংলায় মুসলিম লিগের সাথে কোয়ালিশন সরকারের অংশ ছিলেন।সেখানে উপস্থিত ছিলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও সোনিয়ার মেয়ে তথা কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ৷ মল্লিকার্জুন খাড়গেও বিজেপির সমালোচনা করেন৷ তাঁর কথায়, আমরা আমাদের কাজ করেছি এবং এর হিসাব দিতে প্রস্তুত। এর পাশাপাশি গত ১০ বছরে বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুধুমাত্র গান্ধি পরিবারকে গালি দিচ্ছেন।তাঁর আরও দাবি, মোদি নিজেকে বিজেপির থেকে বড় বলে প্রচার করেছেন ৷ যেখানেই যান, সেখানেই তিনি কেবল মোদির গ্যারান্টির কথা বলেন ৷ এই গ্যারান্টি শব্দটি ছিল কংগ্রেসের ৷ আর বিজেপি তা চুরি করেছে। খাড়গের আরও দাবি,, কংগ্রেস গত ৭০ বছরে দেশে যে পরিকাঠামো তৈরি করেছে, সেটাই এখন মোদি নিজের নামে চালাচ্ছে ৷অন্যদিকে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বঢরা বলেন, “রাজস্থানে, আমাদের সরকার সাধারণ মানুষকে উন্নত চিকিৎসা দেওয়ার লক্ষ্যে চিরঞ্জীবী যোজনা শুরু করেছিল, যাতে 25 লক্ষ টাকার চিকিৎসা দেওয়া হচ্ছিল ৷ কিন্তু সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিজেপি এই প্রকল্পটিও বন্ধ করে দিয়েছে ।”এ দিনের সভায় উপস্থিত ছিলেন রাজস্থানে কংগ্রেসের সভাপতি গোবিন্দ সিং দোতাসারা ৷ তিনিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করেন ৷ কৃষকদের দাবি মেনে এমএসপি ইস্যুতে কেন কোনও ঘোষণা করা হচ্ছে না, সেই প্রশ্ন তুলেছেন তিনি ৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct